পায়ের তলায় শর্ষে
পাহাড় ও সমুদ্রে
সামিরা খান মাহি
সামিরা খান মাহি
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২২ | ১২:০০
ছোটবেলা থেকে ঘোরাঘুরি আমার বেশ পছন্দের। নাগরিক জীবন থেকে একটু ছুটি নিতে শহর ছেড়ে বেড়াতে মন চায় দূরে কোথাও। প্রকৃতি যেন সবসময়ই আমাকে ডাকতে থাকে। এ জন্যই তো মনের মাঝে ইচ্ছা- যদি গোটা পৃথিবীটা ঘুরে বেড়াতে পারতাম! এই তো সেদিন ব্যাংককে গিয়েছিলাম। শুটিংয়ের কারণে টানা ২৮ দিন সেখানে ছিলাম। ২২ দিন শুটিং আর ছয় দিন পরিবারের সদস্যদের সময় দিয়েছি। যদিও ঘোরাঘুরির সময় কমই পেয়েছি। আমাদের শুটিং টিমে তৌসিফ আহমেদ, জোভান, কেয়া পায়েল, মুমতাহিনা টয়া, মিশু সাব্বিরসহ অনেক কাছের মানুষ ছিলেন। শুটিংয়ের ফাঁকে গল্প, একসঙ্গে খাওয়া-দাওয়া অন্যরকম ব্যাপার ছিল। কাছের সহকর্মীরা শুটিংয়ে একসঙ্গে থাকলে আনন্দে সময় কেটে যায়। আমাদের এক মুহূর্তের জন্যও বোরিং মনে হয়নি। শুটিংয়ের চাপে ঘোরাঘুরির সময় খুব একটা পাইনি। যদিও এর আগে আরও চার-পাঁচবার ব্যাংককে এসেছি। প্রতিবারই নতুন নতুন অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরেছি। এবার মনে রাখার মতো একটি সফর ছিল ব্যাংকক। ব্যাংককের সবচেয়ে আইকনিক জায়গার মধ্যে রয়েছে- পাতায়া বিচ, বিভিন্ন দ্বীপ, সুউচ্চ ভবন। দামি, কম দামি সব ধরনের জিনিস কেনার জন্য উপযুক্ত অসম্ভব সুন্দর জায়গা এটি। হরেক রকম মজার খাবার, রাস্তার দু'পাশে ভ্যানগাড়িতে ফলের সমারোহ। আছে স্ট্রিট ফুড, যা সত্যিই চমৎকার ও সুস্বাদু। ঘোরাঘুরির পাশাপাশি নতুন কোনো শহরে এলে শপিং করতে ভালো লাগে। এবার প্রিয়জনদের জন্য কিছু কেনাকাটা করেছি। শুধু যে দেশের বাইরে ঘুরতে ভালো লাগে তা কিন্তু নয়, আমাদের দেশের প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত অনেক জায়গা আছে। সেখানে গেলে মন এমনিতেই ভালো হয়ে যায়। সিলেট ও কক্সবাজার আমার পছন্দের। সিলেটে বড় হয়েছি। শৈশব-কৈশোরের দিনগুলো কেটেছে। গাছপালা ঘেরা সবুজ বন, পাহাড় দেখতে আমার দারুণ লাগে। সিলেটের জাফলং, সাদা পাথর, লালাখাল, রাতারগুল, মৌলভীবাজারের ঝরনায় আমার অনেক স্মৃতি রয়েছে। এ জায়গাগুলো আমার কাছে স্পেশাল। প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ নীলাভূমি কক্সবাজার যে কতবার গিয়েছি তার ইয়ত্তা নেই। সমুদ্রের ঝোড়ো হাওয়াও টানে তা যে দেশেই হোক। সময়-সুযোগ হলে আরও অনেকবার যেতে চাই বহুদূর সমুদ্রের পাড়ে কিংবা পাহাড় বা জঙ্গলে। সবশেষে ভ্রমণ নিয়ে কিছু কথা না বললেই নয়, জীবনের জন্য ভ্রমণ খুবই গুরুত্বপূর্ণ। যত ভ্রমণ করবেন, তত নতুন কিছু জানতে পারবেন। বিভিন্ন দেশে ঘুরতে গেলে সে দেশের সংস্কৃতি সম্পর্কে বিশদভাবে জানা যায়। বাসায় বসে, বই পড়ে জানা অনেক কঠিন। ভ্রমণ আমার জীবনের অনেক কিছুতে পরিবর্তন এনেছে।
- বিষয় :
- সামিরা খান মাহি