ঢাকা শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪

থিয়েটার বুক প্রাইজের বিচারক হলেন যাঁরা

থিয়েটার বুক প্রাইজের বিচারক হলেন যাঁরা

--

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২২ | ১২:০০

ব্রিটেনের দ্য সোসাইটি ফর থিয়েটার রিসার্চ সম্প্রতি থিয়েটার বুক প্রাইজের বিচারকদের নাম ঘোষণা করেছে। প্রতি বছর থিয়েটারকর্মী থেকে শুরু করে নির্দেশক, গবেষক, এমনকি নিবেদক- প্রত্যেকের ভেতর থেকে বিচারকদের বেছে নেওয়া হয়। চলতি বছর কর্তৃপক্ষ বেছে নিয়েছে অক্সফোর্ডভিত্তিক থিয়েটারকর্মী নৃত্যতাত্ত্বিক জেনিফার থর্প, সমালোচক সিন্ডি মারকোলিয়া ও সমালোচক-নাট্যজন উইলিয়াম পিওরফয়কে। ব্রিটেনের থিয়েটার ও থিয়েটারকেন্দ্র্রিক প্রকাশনাকে উৎসাহিত করার লক্ষ্যে ফিবছর এ পুরস্কার দেওয়া হয়। ২০২৩ সালের ১৬ জানুয়ারি পর্যন্ত বই জমা দেওয়ার তারিখ ঘোষিত হয়েছে। কর্তৃপক্ষ জানায়, মে মাসে সম্ভাব্য পুরস্কার বিজয়ীদের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হবে ও জুন মাসে ঘোষিত হবে বিজয়ীর নাম।
whatsapp follow image

আরও পড়ুন

×