ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

পদাবলি

সৃষ্টিমোহ

সৃষ্টিমোহ

ব্যাকুলতায় জ্যোতিস্রোত ভেঙে যায় তৎক্ষণাৎ সমুদ্রবাগানে ফোটে মৎস্যকন্যা আড্ডায় মেতে ওঠে রাত্রি, দিনহারা নক্ষত্রকুল পথভ্রষ্ট জোনাকির মতো সঙ্গদৌড়ে ছুটে। সৃষ্টির নেশায় আসক্ত অনাদি

অনিল সেন

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২২ | ১২:০০



ব্যাকুলতায় জ্যোতিস্রোত ভেঙে যায় তৎক্ষণাৎ
সমুদ্রবাগানে ফোটে মৎস্যকন্যা
আড্ডায় মেতে ওঠে রাত্রি,
দিনহারা নক্ষত্রকুল
পথভ্রষ্ট জোনাকির মতো সঙ্গদৌড়ে ছুটে।

সৃষ্টির নেশায় আসক্ত অনাদি
ধুকধুক জেগে থাকে ভ্রূণ।

সগুণ লালসায় উদ্‌ভ্রান্ত পরমেশ্বর
মন বুদ্ধি অহংকারে আবদ্ধ হয়
অস্তিত্ব নিবেদন করে মর্ত্যলোকে।

গভীর বাসনা থেকে মানুষের গন্ধ আসে
একে একে জেগে ওঠে বিচিত্র রূপ
বিশ্বপ্রাণে তরঙ্গ জাগে আনন্দ হুল্লোড়।

মায়ার ছলনায় মেতে ওঠে জগতেশ্বর
দৃঢ়তর হয় বন্ধন
অতঃপর, আনন্দযজ্ঞ ভরে ওঠে বিষাদে
আশঙ্কা জাগে মহাপ্রলয়ের।
whatsapp follow image

আরও পড়ুন

×