পদাবলি
আমাদের সাথে চাঁদ হাঁটে কেন
এশিয়া কাপ শেষে দেশে ফিরেছেন ক্রিকেটাররা। ছবি: সংগৃহিত
দুপুর মিত্র
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২২ | ১২:০০
আমাদের সাথে সাথে চাঁদও হাঁটে। তাকিয়ে থাকে আমাদের দিকে। যেভাবে আমরাও তাকিয়ে থাকি তার দিকে।
আমরা থেমে গেলে সেও থেমে যায়, কখনও আড়ালে থেকে লক্ষ করে চলে আমাদের।
কারণ, সে আমাদের চোখে চোখে রাখে। আমরা কী করি, সব সে লক্ষ করে।
যে সূর্য জন্ম দিয়েছে আমাদের, সেই সূর্যই চাঁদ সেজে খেয়াল রাখে আমাদের, যেভাবে মা দেখে রাখে বাচ্চাদের।
চাঁদ তার রূপ দিয়ে আমাদের মুগ্ধ করে। যেন আমরাও তাকিয়ে থাকি তার দিকে। যেন সূর্যকে ভুলে না যাই।
আমরা থেমে গেলে সেও থেমে যায়, কখনও আড়ালে থেকে লক্ষ করে চলে আমাদের।
কারণ, সে আমাদের চোখে চোখে রাখে। আমরা কী করি, সব সে লক্ষ করে।
যে সূর্য জন্ম দিয়েছে আমাদের, সেই সূর্যই চাঁদ সেজে খেয়াল রাখে আমাদের, যেভাবে মা দেখে রাখে বাচ্চাদের।
চাঁদ তার রূপ দিয়ে আমাদের মুগ্ধ করে। যেন আমরাও তাকিয়ে থাকি তার দিকে। যেন সূর্যকে ভুলে না যাই।
- বিষয় :
- পদাবলি