ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

পদাবলি

যেভাবে জনপদ হারিয়ে যায়

যেভাবে জনপদ হারিয়ে যায়

মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফাইল ছবি সমকাল

সেঁজুতি বড়ূয়া

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২২ | ১২:০০

দূরাগত অশ্বারোহী ছায়ার আক্রোশে শরণপালের গভীর সান্ধ্যভাষা বিদ্রুপে হারায়, আগুনের তাণ্ডবে মিথ হয়ে যায়। অথচ সে জনপদে ছিল না ক্লেদ, অকারণ জাতির বিভেদ। ছিল সংযত আশ্চর্য জীবনতত্ত্ব, সরল অক্ষর, সুমিষ্ট ভিন্নস্বর- তাতেই তৃপ্ত মৌনী জগৎকুল, সহজিয়া আলোর ইশকুল।
সেই অহংপথে দীক্ষা নিতে এসে কিছু লোক যেন নিশি পাওয়া বদ্ধ উন্মাদ- ক্রোধ ও লালার বিসরণে তীক্ষষ্ট ফলায় জীবন উপড়ায়, অমূল্য পুঁথিপত্র-শাস্ত্র পোড়ায়।

দলিত-মথিত হয় লোকায়ত গান, সাংকেতিক ভাষা। ওড়ে, চেতনার বোধিছাই এদিক-ওদিকে।
ক্রমশ শীত আসে, গ্রীষ্ফ্ম ফুরায়। ক্রমশ নির্জন মঠে, ধ্বংসস্তূপে ফোটে অদ্ভুত ঘাসফুল।
শীত অন্ধকারে- কুয়াশার ক্লান্তিতে জেগে ওঠেন স্বয়ং শরণপাল ও তাঁর প্রিয় শিষ্যকুল।
whatsapp follow image

আরও পড়ুন

×