ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

পদাবলি

আয়োনিক ভ্রমণ

আয়োনিক ভ্রমণ

চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার চার হিজরা

হাসনাইন হীরা

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২২ | ১২:০০

তবু আয়নায় মুখ রেখে ঘুমিয়ে পড়ি,
ঘুমের মধ্যে একটা বয়স্ক ট্রেন
প্রায়শ আমাকে ধমকায়, চমকায় আর নামিয়ে দেয়
বিধ্বস্ত কোনো শহরের পাশে।

আমি যার নিরপরাধ স্টেশন থেকে
একটা বিকেলের ফিরে যাওয়ার দিকে তাকিয়ে থাকি।

থতমত সেই একলা বিকেল
নিজেকে অপরাধী ভেবে উঠে পড়ে কিনা!
কে জানে
কেবল একটা সত্যের কাছাকাছি
আরেকটা সত্য এলেই শোনা যায়-
উঠে পড়ার অনেক গল্পই জানে না সকালের সাইকেল।

আর এই ঘূর্ণায়মান সচল যানেই যারা চিনে যায়
পাখি ও পরিব্রাজকের পাঠশালা!
তাদেরকে বলি-
শক্তিশালী হও, আয়নার মতো বিপরীতমুখী হইয়ো না।

কেউ কেউ তবু অকারণে ভীতু
কেউ কেউ সচিত্র সন্ধ্যার সেলাই খুলে খুলে
বের করে আনে অসুখের গোপন সুতো।

কেউ দেখুক আর না দেখুক- ঝরে পড়ে আয়নার মুখ।
whatsapp follow image

আরও পড়ুন

×