ঢাকা মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪

পদাবলি

কীসের আঘাত

কীসের আঘাত

ইমন আহমদ ছবি : সংগৃহীত

আরিফ মঈনুদ্দীন

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২২ | ১২:০০

কঠোরতা জারি করতে করতে
ঠুনকো হয়ে ঝরে পড়ে আইনের ধারা
ইলিশের শরীরে নুনের গন্ধ
উৎকট এক পচনে ধীবর সকল নাকে
ছেঁড়া জাল চেপে পার করে দেয় উর্বর সময়

একটিও মাছ ধরা পড়ে না, নির্জীব মাছের
অভুক্ত জঠরে জোটে না আহার
শাসনের কড়া প্রহারে ভয়ের ঘা খেয়ে সীমানা
পার হয় বিড়াল পদবিক্ষেপে
যার জন্য শাসন তা যদি পরিণত হয় অসহ্য বিহারে
তবে সংগমপ্রত্যাশী রুপালি বধূরা কত আর
যাতনা সইবে লুকিয়ে চুরিয়ে

যদি বোধের সুবোধ হিসাবনিকাশ মিলে যায়
প্রাকৃতিক চাষাবাদে অবাধ্য হাত না লাগানোই ভালো
তাহলেই সবকিছু চলবে ঠিকঠাক।
whatsapp follow image

আরও পড়ুন

×