পদাবলি
দীর্ঘশ্বাসে পরাজয়ে
কৃষির কাজে ছিল না ভাই মন সারাজীবন মনকে দুষে গেলাম যুক্তিহীন এই দুষতে দুষতে চোরকুঠুরির মান-অভিমান পুষতে পুষতে সর্বস্বান্ত বাস্তুহারা হলাম। গাঙ কেড়েছে ভিটেমাটি, কিচ্ছু তো আর নাই যে খাঁটি
হাসান হাফিজ
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২২ | ১২:০০
কৃষির কাজে ছিল না ভাই মন
সারাজীবন মনকে দুষে গেলাম
যুক্তিহীন এই দুষতে দুষতে
চোরকুঠুরির মান-অভিমান পুষতে পুষতে
সর্বস্বান্ত বাস্তুহারা হলাম।
গাঙ কেড়েছে ভিটেমাটি, কিচ্ছু তো আর নাই যে খাঁটি
সর্বহারার আর কী আছে দীর্ঘনিঃশ্বাস ছাড়া
চিরন্তন এই খেদ বিলাপের অন্ত কি আর পাই?
দুঃসময়ের সঙ্গে চলে আত্মার আশনাই
অ্যাসিড পুড়ছে নারীর শরীর, রিমান্ডে যায় সত্য ও সুন্দর
এ রুগ্ণতার কর্কটশাপ
মনের ভিতর বাড়াচ্ছে চাপ
বাল্যবিয়ের অভিসম্পাত দূর হলো না দূর
প্রগতিভোর এই জনমে আর হলো না দেখা
কৃষির কাজে আর কি হবে মনের দেওয়া-থোওয়া
হবে না আর, হবেই না রে, সেই আফসোস
সারাজীবন মনকে দুষে গেলাম
যুক্তিহীন এই দুষতে দুষতে
চোরকুঠুরির মান-অভিমান পুষতে পুষতে
সর্বস্বান্ত বাস্তুহারা হলাম।
গাঙ কেড়েছে ভিটেমাটি, কিচ্ছু তো আর নাই যে খাঁটি
সর্বহারার আর কী আছে দীর্ঘনিঃশ্বাস ছাড়া
চিরন্তন এই খেদ বিলাপের অন্ত কি আর পাই?
দুঃসময়ের সঙ্গে চলে আত্মার আশনাই
অ্যাসিড পুড়ছে নারীর শরীর, রিমান্ডে যায় সত্য ও সুন্দর
এ রুগ্ণতার কর্কটশাপ
মনের ভিতর বাড়াচ্ছে চাপ
বাল্যবিয়ের অভিসম্পাত দূর হলো না দূর
প্রগতিভোর এই জনমে আর হলো না দেখা
কৃষির কাজে আর কি হবে মনের দেওয়া-থোওয়া
হবে না আর, হবেই না রে, সেই আফসোস
- বিষয় :
- পদাবলি