জ্ঞানপোকা
--
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২২ | ১২:০০
পেঙ্গুইন সম্মেলনে যোগ দিতে চাইলে ছোট পেঙ্গুইনদের কমপক্ষে ২২ দিন বয়স হতে হয়। কেননা, ২২ দিনের আগে তারা বড়দের মতো হাঁটতে পারে না।
আসছে শীত, এই শীত হচ্ছে পেঙ্গুইনদের সম্মেলন ঋতু। এই ঋতুতে তারা ঘটা করে সম্মেলন করে। রাজ্যের সব পেঙ্গুইন যোগ দেয় সেই পেঙ্গুইন সম্মেলনে।
মা ক্যাঙ্গারু জন্মের পর তার ছোট্টমোট্ট বাচ্চাকে পেটের থলেতে ঢুকিয়ে চলাফেরা করে। এক-দু'দিন নয়; টানা ২৩৫ দিন রাখে মায়ের পেটের থলেতে!
অস্ট্রেলিয়ার জাতীয় পশু ক্যাঙ্গারু। দেখতে অনেকটা হরিণের মতো। মাথা অপেক্ষাকৃত ছোট। তাদের পেছনের পা দুটি বেশ লম্বা আর শক্তিশালী।
হাতি এক দিনে কতটুকু পানি পান করে জানো? বেশি না; ২১০ লিটার!
অনেক কিছুরই তো ঘ্রাণ পাও তুমি। এই ধরো ফুল, বিস্কুট, আরও কতো কী! জানো নাকি, হাতি তিন মাইল দূর থেকে পানির গন্ধ পায়!
হামিংবার্ড যে সবচেয়ে ছোট পাখি, সে তোমরা জানোই। তবে একটা হামিংবার্ডের ওজন কতো জানো? বেশি না; এই ধরো, একটা পয়সার চেয়েও কম!
আসছে শীত, এই শীত হচ্ছে পেঙ্গুইনদের সম্মেলন ঋতু। এই ঋতুতে তারা ঘটা করে সম্মেলন করে। রাজ্যের সব পেঙ্গুইন যোগ দেয় সেই পেঙ্গুইন সম্মেলনে।
মা ক্যাঙ্গারু জন্মের পর তার ছোট্টমোট্ট বাচ্চাকে পেটের থলেতে ঢুকিয়ে চলাফেরা করে। এক-দু'দিন নয়; টানা ২৩৫ দিন রাখে মায়ের পেটের থলেতে!
অস্ট্রেলিয়ার জাতীয় পশু ক্যাঙ্গারু। দেখতে অনেকটা হরিণের মতো। মাথা অপেক্ষাকৃত ছোট। তাদের পেছনের পা দুটি বেশ লম্বা আর শক্তিশালী।
হাতি এক দিনে কতটুকু পানি পান করে জানো? বেশি না; ২১০ লিটার!
অনেক কিছুরই তো ঘ্রাণ পাও তুমি। এই ধরো ফুল, বিস্কুট, আরও কতো কী! জানো নাকি, হাতি তিন মাইল দূর থেকে পানির গন্ধ পায়!
হামিংবার্ড যে সবচেয়ে ছোট পাখি, সে তোমরা জানোই। তবে একটা হামিংবার্ডের ওজন কতো জানো? বেশি না; এই ধরো, একটা পয়সার চেয়েও কম!
- বিষয় :
- জ্ঞানপোকা