ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

ছবি আঁকা কত্ত সোজা

হুমম্‌ এটা চড়ূই

হুমম্‌ এটা চড়ূই

--

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২২ | ১২:০০

অনেকেই এক টানে এঁকে ফেলতে পারো চড়ূই পাখি। আবার কেউ কেউ আঁকতে চাও, কিন্তু পারো না ঠিক! অনলাইনের সৌজন্যে ধাপে ধাপে চড়ূই পাখি আঁকার সহজ কৌশল তোমাদের শিখিয়ে দিচ্ছেন ফাহমিদা রিমা। ধাপ-১ : এ রকম দুইটা বৃত্ত এঁকে ফেলা তো খুব সহজ, তাই না? ধাপ-২ : তারপর ওপরে বৃত্তের ভেতর চোখ আর বাম দিকে ঠোঁট এঁকে নাও। ধাপ-৩ : এবার বড় বৃত্তের ভেতর থেকে বাইরের দিকে ডানা এঁকে নাও। ধাপ-৪ : বড় বৃত্তের বাইরে ডানার নিচে লেজ এঁকে নাও। ধাপ-৫ : পা তো রয়ে গেলো। এবার বড় বুত্তের নিচের দিকে দুটো পা এঁকে নাও। ধাপ-৬ : বড় বৃত্ত আর ছোট বৃত্তের সংযোগটা ঠিক করে নাও; লাল রং দিয়ে যেখানে দেখানো হয়েছে। ডানাটাও ঠিক করে নাও লাল রং দেখে। ধাপ-৭ : লাল রং কেটে এবার চেয়ে দেখো তো, চড়ূই-চড়ূই লাগছে কিনা! ধাপ-৮ : এবার রং করে ফেলো ইচ্ছেমতো।
whatsapp follow image

আরও পড়ুন

×