ছড়া-কবিতা
সূর্যমামা
আমীরুল ইসলাম
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২২ | ১২:০০
সুয্যিমামা কোথায় তুমি?
এসো আমার ঘরে
ভাঙা টিনের ঘরের ভেতর
শীত থরথর করে।
শীতের পোশাক নেইকো আমার
কেমন করে বাঁচি
সুয্যিমামার রোদের ভাজে
একটু বেঁচে আছি।
আয় সূর্য আয় রে আয়
রোদের পাখা মেলে
আর কটা দিন বাঁচব
তোমার ছায়া পেলে।
এসো আমার ঘরে
ভাঙা টিনের ঘরের ভেতর
শীত থরথর করে।
শীতের পোশাক নেইকো আমার
কেমন করে বাঁচি
সুয্যিমামার রোদের ভাজে
একটু বেঁচে আছি।
আয় সূর্য আয় রে আয়
রোদের পাখা মেলে
আর কটা দিন বাঁচব
তোমার ছায়া পেলে।
- বিষয় :
- ছড়া-কবিতা