ঢাকা শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪

ছড়া-কবিতা

সূর্যমামা

সূর্যমামা

আমীরুল ইসলাম

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২২ | ১২:০০

সুয্যিমামা কোথায় তুমি?
এসো আমার ঘরে
ভাঙা টিনের ঘরের ভেতর
শীত থরথর করে।

শীতের পোশাক নেইকো আমার
কেমন করে বাঁচি
সুয্যিমামার রোদের ভাজে
একটু বেঁচে আছি।

আয় সূর্য আয় রে আয়
রোদের পাখা মেলে
আর কটা দিন বাঁচব
তোমার ছায়া পেলে।
whatsapp follow image

আরও পড়ুন

×