বলিউড
বন্ধুত্ব এবং জীবনের উঁচাই
-samakal-636cac0943dd6.png)
'উঁচাই' ছবির দৃশ্য
উপমা পারভীন
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২২ | ১২:০০ | আপডেট: ১০ নভেম্বর ২০২২ | ০১:৪৫
নায়ক-নায়িকা ছাড়া সিনেমা হয় না, এমন ধারণাও রয়েছে অধিকাংশ মানুষের। এ অলিখিত নিয়মের বাইরেও সিনেমা হয় এবং তা সাফল্য-জনপ্রিয়তার মুখও দেখে। তবে সেসব সিনেমায় থাকে নানা বয়সী অভিনেতা-অভিনেত্রীর সম্মিলন। এমন যদি হয়, একটি সিনেমার কেন্দ্রীয় চরিত্রে চার প্রবীণ অভিনেতা, তাহলে কেমন হবে? এবার চার বর্ষীয়ান বন্ধুর অভিন্ন এক বন্ধুত্বের গল্প নিয়ে নির্মিত হয়েছে বলিউডের সিনেমা। নাম 'উঁচাই'। এই ছবিতে দেখানো হয়েছে- অমিত, ওম, জাভেদ ও ভূপেন নামের চার বন্ধুর গল্প। এই চার চরিত্রে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন [অমিত], অনুপম খের [ওম], বোমান ইরানি [জাভেদ] এবং ড্যানি ডেনজংপা [ভূপেন]। চার বন্ধু একসঙ্গে হলেই পার্টি শুরু। ভূপেনের খুব ইচ্ছা, সবাই মিলে এভারেস্ট অভিযানে যাবে।
কিন্তু বাকি তিন বন্ধুর সেখানে যাওয়ার সাহস নেই। আবার বয়সের কারণে শরীরও সায় দেয় না। এরই মধ্যে ঘটে দুর্ঘটনা। আচমকা ভূপেনের মৃত্যু হয়। অমিত, ওম ও জাভেদের মাথায় যেন বাজ পড়ে। বাকি তিনজন সিদ্ধান্ত নেন, বন্ধুর অস্থি বিসর্জন হবে সেখানেই, যেখানে যাওয়ার ইচ্ছা সারাজীবন পুষে রেখেছিলেন। বন্ধুর ইচ্ছাকে সম্মান জানাতেই তিন বন্ধু বয়সের পরোয়া না করে বেরিয়ে পড়েন এভারেস্ট অভিযানে। পথে তাঁদের সম্মুখীন হতে হয় নানা প্রতিকূলতার। এমন গল্প নিয়ে নির্মিত 'উঁচাই' পরিচালনা করেছেন সুরজ বরজাতিয়া। 'ম্যায়নে প্যায়ার কিয়া', 'হাম আপকে হ্যায় কৌন', 'হাম সাথ সাথ হ্যায়'-এর মতো সুপার হিট ছবি নির্মাণ করেছেন সুরজ। প্রায় সাত বছরের বিরতি শেষে আবারও পর্দায় ম্যাজিক দেখাতে আসছেন তিনি। এবার উঁচাইয়ের হাত ধরে নতুন ইতিহাস তৈরির পথে হাঁটছেন।
সম্প্রতি ছবির ট্রেলার প্রকাশ হওয়ার পর থেকেই অনলাইনে দারুণ প্রশংসা পাচ্ছেন পরিচালকসহ এর সব অভিনয়শিল্পী। এমন গল্প আর চারজন প্রবীণ অভিনেতাকে নিয়ে কাজ করায় নির্মাতাকেও সাধুবাদ দিচ্ছেন দর্শক। ২০২১ সালের অক্টোবরে ছবিটির দৃশ্যধারণ শুরু হয়। দিল্লি, মুম্বাই, উত্তর প্রদেশের পাশাপাশি নেপাল, কারগিলেও চিত্রায়ণ হয় ছবিটির। সম্প্রতি প্রকাশ হওয়া 'উঁচাই' ছবির পোস্টার মনে করিয়ে দিয়েছে, এই পরিচালকের ২৩ বছর আগের এক ছবির কথা। নব্বইয়ের দশকের শেষে মুক্তি পেয়েছিল 'হাম সাথ সাথ হ্যায়'। সেই ছবির পোস্টারে এক পা উঁচিয়ে ধরা দিয়েছিলেন সালমান খান, সাইফ আলি খান, মনীশ বহেল, টাবু, সোনালি বেন্দ্রে, কারিশমা কাপুর। ঠিক তেমনই পোজে দেখা মিলল 'উঁচাই' ছবির অভিনয়শিল্পীদের।
অমিতাভ বচ্চন, অনুপম খের, পরিণীতি চোপড়া, বোমান ইরানি, নীনা গুপ্তারা এক সারিতে দাঁড়িয়ে কাঁধে কাঁধ রেখে এক পা উঁচিয়ে। পোস্টারে বরফমোড়া সাদা পাহাড় উঁকি দিচ্ছে, ওপরে নীল আকাশ, ঘাসের ওপর এক পা তুলে দাঁড়িয়ে সবাই। সবার পরনে শীতের পাশাক। ছবির এই পোস্টার প্রকাশ করে অমিতাভ বচ্চন তাঁর টুইটারে লিখেছেন, 'এই বিশেষ দলের অংশ হতে পেরে আমি গর্বিত।' বোমান ইরানির কথায়, 'এই ছবি দর্শকের জন্য অন্য একরকম অভিজ্ঞতা হবে এবং যেসব মানুষ আজও ইতিবাচকভাবে বন্ধুত্ব আর সম্পর্কে বিশ্বাস করেন, তাঁরা এই ছবিটি নিশ্চিতভাবে পছন্দ করবেন।'
মূলত 'বন্ধুত্ব, সাহসিকতা এবং জীবনের উদযাপন'- এ তিনটি বিষয়ই উঠে আসবে এই ছবিতে। বন্ধুর জন্য ঠিক কতটা দূর যাওয়া যায়, সেই প্রশ্নের জবাব দেবে 'উঁচাই'। যার জন্য অপেক্ষা করতে হবে আগামীকাল পর্যন্ত। কারণ, কাল ভারতজুড়ে মুক্তি পাবে ছবিটি।