ঢাকা রবিবার, ২০ এপ্রিল ২০২৫

ঈশ্বরদী

কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

জান্নাতুল আদন অরণীর হাতে ক্রেস্ট তুলে দেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা পিএম ইমরুল কায়েসসহ অতিথিরা

সেলিম সরদার

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২২ | ১২:০০ | আপডেট: ২৯ নভেম্বর ২০২২ | ০০:৪১

সুহৃদ সমাবেশ ঈশ্বরদীর অন্যতম সদস্য তানহা ইসলাম শিমুলের কন্যা শিশুশিল্পী জান্নাতুল আদন অরণী ছবি এঁকে দেশসেরা হিসেবে প্রধানমন্ত্রীর পুরস্কার অর্জন করে। মাত্র ৫ বছর বয়সী সুহৃদকন্যাকে প্রধানমন্ত্রী এক লাখ টাকা পুরস্কারের চেকও দিয়েছেন। তার আঁকা ছবি দেশসেরা ছবি হিসেবে নির্বাচিত হওয়ায় ছবিটি আগামী বাংলা নববর্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা কার্ডে মুদ্রিত হবে বলেও জানানো হয়েছে। এই অর্জনকে সম্মান জানাতে জান্নাতুল আদন অরণীকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দিয়েছে সমকাল সুহৃদ সমাবেশ। সম্প্রতি ঈশ্বরদী প্রেস ক্লাব মিলনায়তনে এই সংবর্ধনার আয়োজন করেন সুহৃদরা।

তাকে একটি ক্রেস্ট, শুভেচ্ছা উপহার ও ফুলের শুভেচ্ছায় সিক্ত করেন সুহৃদ ও অতিথিরা। অরণীকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা পিএম ইমরুল কায়েস। অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) টিএম রাহসীন কবীর, ঈশ্বরদী থানার ওসি অরবিন্দ সরকার, আমেরিকা প্রবাসী বরেণ্য চিত্রশিল্পী মামুন রিয়াজী, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না মন্ডল।

সূচনা বক্তব্য দেন সুহৃদ সাধারণ সম্পাদক মাসুদুল ইসলাম মাসুদ ও ফজলুর রহমান ফান্টু।

পিএম ইমরুল কায়েস বলেন, দেশসেরা হিসেবে অরণীর এই সাফল্যে আজ ঈশ্বরদীবাসী গর্বিত। সে প্রমাণ করে দিল ইচ্ছাশক্তি থাকলে সবকিছুই অর্জন করা সম্ভব। অরণী আমাদের কাছে উদাহরণ হয়ে থাকবে সব সময়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার আইসিটি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার মাসুদ রানা, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আরিফুল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. সানোয়ার হোসেন, উপজেলা মৎস্য খামারের ব্যবস্থাপক মো. রেজাউল করিম, ঈশ্বরদী প্রেস ক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, সহসভাপতি মাহাবুবুল হক দুদু, আব্দুল মান্নান টিপু, সহসাধারণ সম্পাদক ও সমকালের ঈশ্বরদী প্রতিনিধি সেলিম সরদার, সুহৃদ উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ইমদাদুল হক আমান, নাট্যব্যক্তিত্ব যুধিষ্ঠীর কর্মকার, ঈশ্বরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন আফরোজ সাথী, সংবর্ধিত শিশুশিল্পী অরণীর বাবা তানহা ইসলাম শিমুল, মা আসমাউল হুসনা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আ ত ম শহীদুজ্জামান নাসিম, মতিউর রহমান, আব্দুল মান্নান সরদার, আব্দুল হাই মঞ্জু চৌধুরী, চিত্রশিল্পী পান্নু, সাহিত্য পরিষদের পাঠাগার সম্পাদক নুরুল ইসলাম বাবলু, কলাম লেখক হাসান আহমেদ চিশতী, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. মোক্তার হোসেন, বিনা পয়সার পাঠশালার প্রতিষ্ঠাতা তাহেরুল ইসলাম, ব্যবসায়ী মিজানুর রহমান রুনু মন্ডল, সাংবাদিক জাহাঙ্গীর হোসেন, মহিদুল ইসলাম, ওহিদুজ্জামান টিপু, সুহৃদ উপদেষ্টা মনিরুল ইসলাম বাবু প্রমুখ।
ঈশ্বরদী প্রতিনিধি

আরও পড়ুন

×