নেইমারের চিকিৎসায় কমপ্রেশন বুট

ডাক্তারবাড়ি ডেস্ক
প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২২ | ১২:০০ | আপডেট: ০২ ডিসেম্বর ২০২২ | ২২:৫৫
সার্বিয়ার বিপক্ষে গোড়ালির লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয়ে গ্রুপ পর্বের লড়াই থেকে ছিটকে গেছেন নেইমার। পুরোপুরি চোট সারাতে চেষ্টার কোনো ঘাটতি রাখছেন না তিনি। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (নাসা) আবিস্কৃত একটি প্রযুক্তি ব্যবহার করে তাঁর চোট সারানোর কাজ চলছে।
নেইমারের গোড়ালির লিগামেন্টে আঘাত আছে। এ কারণে তাঁর পা ফুলে গেছে। তা সারিয়ে তুলতে এবং আগামীর ম্যাচগুলো যেন খেলতে পারেন সে জন্য চিকিৎসা নিচ্ছেন নেইমার।
তাঁকে নিয়ে সমর্থকদের হতাশার মাঝে আশার আলো দেখাচ্ছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার একটি বিশেষ প্রযুক্তি, যার নাম 'কমপ্রেশন বুট'। এই বিশেষ বুট পায়ের চোট নিরাময় ত্বরান্বিত করে। এই বুটে রয়েছে তিনটি ভিন্ন ম্যাসাজ প্রক্রিয়া, যা পায়ের রক্ত সঞ্চালন বৃদ্ধি করে এবং মাংসপেশি ও হাড়ের বিভিন্ন সমস্যা দ্রুত সারিয়ে তোলে। পোশাকটি দেখতে অনেকটা প্যান্টের মতো। এর সঙ্গে জুড়ে দেওয়া প্রযুক্তি শরীরের ব্যথা কমানোর কাজ করে, যা নাসাতে ব্যবহার করা হয়। তবে শুধু ব্যথা নয়; আঘাত পাওয়ার জায়গায় রক্ত চলাচল স্বাভাবিক রাখা, ফোলা কমানো, ক্ষতিগ্রস্ত টিস্যু পুনর্গঠন ও ক্র্যাম্প কমানোর কাজও করে এ প্রযুক্তি। এর আগেও বার্সেলোনা থাকাকালে চোট সারাতে ও ব্যথা কমাতে নাসার এ প্রযুক্তি ব্যবহার করেছিলেন নেইমার।
- বিষয় :
- কমপ্রেশন বুট
- নেইমার