ঢাকা শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫

থাইল্যান্ডে বৃত্তি

থাইল্যান্ডে বৃত্তি

রাজিয়া আক্তার

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২২ | ১২:০০ | আপডেট: ১১ ডিসেম্বর ২০২২ | ২১:৩৬

থাইল্যান্ড এবং এশিয়ার অন্যান্য দেশের শিক্ষার্থীদের রয়্যাল থাই সরকার ডক্টরাল ও মাস্টার্স স্তরের নন-বাইন্ডিং স্কলারশিপের সুযোগ দিচ্ছে। বিশ্ববিদ্যালয়টিতে আন্তর্জাতিক পরিবেশে গবেষণা কাজ পরিচালনা করার সুযোগ পাবেন শিক্ষার্থীরা।

স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে যে কোনো একাডেমিক বিষয়ে তাদের ডক্টরাল ও মাস্টার্স ডিগ্রি প্রোগ্রামে যোগ্য প্রার্থীদের জন্য বৃত্তি প্রদান করা হয়। মাস্টার্স প্রোগ্রামের জন্য স্কলারশিপ স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (এসইটি) এবং স্কুল অব ম্যানেজমেন্টের যে কোনো একাডেমিক প্রোগ্রামে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের জন্য প্রদান করা হয়। এশিয়ার যে কোনো দেশ থেকে আবেদন করা যাবে। স্কুল অব এনভায়রনমেন্ট, রিসোর্সেস অ্যান্ড ডেভেলপমেন্ট, পরিবেশ সম্পর্কিত একাডেমিক প্রোগ্রামগুলোতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের জন্য এশিয়ার যে কোনো দেশ থেকে আবেদনকারী যোগ্য প্রার্থীদের মাস্টার্স প্রোগ্রামের জন্য দ্য কুইন্স স্কলারশিপ প্রদান করা হয়।

সুযোগ-সুবিধা

ডক্টরেট প্রোগ্রামের জন্য :প্রতিটি বৃত্তি পুরস্কারে পিএইচডির সময়কাল ৪১ মাস (৭ সেমিস্টার)। পুরো সময়কালের জন্য আবাসিক ক্যাম্পাসে বসবাসের খরচ, রেজিস্ট্রেশন ফি, বাসস্থানসহ অন্যান্য ফি দেওয়া হবে।

মাস্টার্স প্রোগ্রামের জন্য :প্রতিটি বৃত্তি পুরস্কার ২২ মাসের মাস্টার্স ডিগ্রি প্রোগ্রামের পুরো সময়ের জন্য আবাসিক ক্যাম্পাসে বসবাসের খরচ, টিউশন ফি, বাসস্থানসহ অন্যান্য সুবিধা প্রদান করবে।

আবেদনের যোগ্যতা :আবেদনকারী প্রার্থীর সংশ্নিষ্ট ক্ষেত্রে একটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে চার বছরের স্নাতক প্রোগ্রাম এবং দুই বছরের মাস্টার্স প্রোগ্রামে দারুণ একাডেমিক রেকর্ড থাকতে হবে। স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রির জন্য নূ্যনতম জিপিএ ৩.৫। পাশাপাশি দুটি সুপারিশ চিঠি (রিকমেন্ডেশন লেটার), গবেষণা প্রস্তাবনা, আইইএলটিএসে ৬ পয়েন্ট থাকতে হবে। এ ছাড়া ইংরেজি দক্ষতার প্রয়োজনীয় স্কোর থাকতে হবে। আবেদনের প্রক্রিয়া সব অঞ্চলের জন্য উন্মুক্ত।
অনলাইনে আবেদনের শেষ তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০২৩।
আবেদন করতে - https://admission.ait.ac.th/aoas/Applicant/FirstPage.aspx             https://admission.ait.ac.th/aoas/Applicant/FirstPage.aspx            

আরও পড়ুন

×