রাজবাড়ী
সাংগঠনিক সভা

রহিমা বেগম ও মরিয়ম মান্নান। ছবি-সংগৃহীত
রবিউল আউয়াল রবি
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২২ | ১২:০০
রাজবাড়ী সুহৃদ সমাবেশের সাংগঠনিক সভা ২ ডিসেম্বর সমকাল রাজবাড়ী জেলা প্রতিনিধির কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন রাজবাড়ী সুহৃদ সমাবেশের সভাপতি আহসান হাবীব হাসু। সভায় নভেম্বরে অনুষ্ঠিত পাঠচক্র বিষয়ে সুহৃদরা মতামত দেন। পরবর্তী আয়োজন সফল করতে সুহৃদরা প্রত্যয় ব্যক্ত করেন। এ ছাড়া আগামী দিনের কর্মপরিকল্পনা ও সংগঠনকে গতিশীল করতে বিভিন্ন বিষয় উপস্থাপন করে মতামত ব্যক্ত করেন রাজবাড়ী সুহৃদ সমাবেশের উপদেষ্টা কবি খোকন মাহমুদ, সাধারণ সম্পাদক কাজী তামান্না, সাংগঠনিক সম্পাদক রবিউল আউয়াল রবি, সাংস্কৃতিক সম্পাদক খাদিজা খাতুন, সহ-সাংস্কৃতিক সম্পাদক আবু বকর সিদ্দিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক রিমন হোসেন, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মিলন শেখ, সহ-নারীবিষয়ক সম্পাদক শ্রাবণী খান, কার্যনির্বাহী সদস্য অন্তরা ইসলাম। সভা পরিচালনা করেন সমকালের রাজবাড়ী প্রতিনিধি ও জেলা সমাবেশের উপদেষ্টা সৌমিত্র শীল চন্দন।
সাংগঠনিক সম্পাদক, সুহৃদ সমাবেশ, রাজবাড়ী
সাংগঠনিক সম্পাদক, সুহৃদ সমাবেশ, রাজবাড়ী
- বিষয় :
- সাংগঠনিক সভা
- রাজবাড়ী