তোমাদের যা বলার ছিল...
তাঁর খোঁজ আজও মেলেনি
শহীদ বুদ্ধিজীবী, মহসীন আলী দেওয়ান
এস এম কাওসার
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২২ | ১২:০০ | আপডেট: ১২ ডিসেম্বর ২০২২ | ২৩:৪৪
পাকিস্তানি হানাদার বাহিনী অধ্যক্ষ মহসীন আলী দেওয়ানকে কী করেছে, তা আজও অজানাই রয়ে গেছে। ছলনার আশ্রয় নিয়ে মহসীন আলীকে ১৯৭১ সালের ৩ জুন পাকিস্তান সেনাবাহিনীর হাতে তুলে দেয় তারই প্রতিষ্ঠানের এক সহকর্মী। শহীদ বুদ্ধিজীবী মহসীন আলী দেওয়ানের মেয়ে স্নিগ্ধা আহসানের 'একাত্তরের স্মৃতি' নামে একটি লেখায় এ ঘটনার বিবরণ রয়েছে। তিনি লিখেছেন, 'কলেজের ভাইস প্রিন্সিপাল বাবাকে কলেজের দায়িত্ব তাঁর কাছে বুঝিয়ে দেওয়ার জন্য হুমকি দিয়ে অনবরত লোক পাঠাতে লাগল। না গেলে তাঁকে ধরে নিয়ে যাওয়ার ভয় দেখাল।
এভাবে চাপ সৃষ্টি করে জোর করে কলেজে নিয়ে গেল। আমার নানার গ্রাম থেকে তাঁর কলেজের দুইজন ছাত্র ও একজন হাফেজকে নিয়ে কলেজে গিয়েছিলেন। চার্জ বুঝিয়ে দিয়ে যখন ফিরতে চেয়েছেন, তখন ভাইস প্রিন্সিপাল জোর করে বগুড়ায় সেউজগাড়ীতে বাবার প্রিয় বাড়ি দেখাবার লোভ দেখিয়ে এনে নরঘাতকদের হাতে তুলে দেয়। বাবার সঙ্গে সেই নির্দোষ হাফেজ সাহেবও নিখোঁজ হলেন।
এরপর থেকে আর খোঁজ মেলেনি বাবার।' বাবাকে কৌশলের আশ্রয় নিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে তুলে সেই উপাধ্যক্ষের নাম তাঁর লেখায় নেই। এ বিষয়ে জানতে চাইলে স্নিগ্ধা আহসান বলেন, আমি চাই না এ বিষয়ে আর কোনো নতুন করে বিতর্কের সৃষ্টি হোক। তাই নামটা লিখিনি।'
শহীদ জায়া ফজিলাতুননেছা দেওয়ান বলেন, পাকিস্তানি হানাদার বাহিনী আমার স্বামীকে কী করেছে তা আজও জানতে পারিনি। ওই সময় অনেক খোঁজাখুঁজি করা হয়েছিল কিন্তু কেউ সন্ধান দিতে পারেনি। আমি তিন শিশুসন্তান নিয়ে কষ্টে ও আতঙ্ক নিয়ে দিন কাটিয়েছি।
মহসীন আলী দেওয়ানের জন্ম ১৯২৯ সালের ১ জানুয়ারি জয়পুরহাটের ভুটিয়াপাড়া গ্রামে। বগুড়া আজিজুল হক কলেজ থেকে বিএ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে এমএ ডিগ্রি লাভ করেন। 'সাহিত্যরত্ন' উপাধি দেওয়া হয়েছিল তাঁকে। তাঁর রচনা স্কুল-কলেজের পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত ছিল। মহসীন আলী দেওয়ানের উত্তরসূরি হিসেবে আছেন স্ত্রী ফজিলাতুন্নেছা দেওয়ান, শহীদের সন্তান সাংবাদিক ফারুখ ফয়সল স্বপন, স্নিগ্ধা আহসান স্বপ্না ও ফারুখ বিনতে ফয়সল সজল।
অধ্যক্ষ মহসীন আলী দেওয়ানের আত্নত্যাগের স্বীকৃতি প্রদান ও শহীদের স্মৃতি রক্ষায় সরকারিভাবে স্বাধীনতার ৪৩ বছর পর শহরের সেউজগাড়ী ময়েজউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়ক হতে শহীদের বাসভবনের সামনের সড়ক পর্যন্ত 'শহীদ বুদ্ধিজীবী অধ্যক্ষ মহসীন আলী দেওয়ান সড়ক' নামকরণ করা হয়েছে।
উপদেষ্টা, সুহৃদ সমাবেশ, বগুড়া
- বিষয় :
- শহীদ বুদ্ধিজীবী
- মহসীন আলী দেওয়ান