ঢাকা বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

দুমকি

দুমকিতে নতুন কমিটি

দুমকিতে নতুন কমিটি

পটুয়াখালীর দুমকিতে সুহৃদ সমাবেশের নতুন কমিটির সদস্যরা

প্রশান্ত পার্থ

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২২ | ১২:০০ | আপডেট: ১২ ডিসেম্বর ২০২২ | ২৩:৪৩

পটুয়াখালীর দুমকী উপজেলায় সুহৃদ সমাবেশের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এ লক্ষ্যে বিকেলে স্থানীয় সরকারি জনতা কলেজ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিথি ছিলেন সমকালের জেলা প্রতিনিধি ও সুহৃদ সমাবেশের জেলা সমন্বয়ক মুফতী সালাহউদ্দিন, সরকারি জনতা কলেজের সহকারী অধ্যাপক মো. আসাদুজ্জামান, সহকারী অধ্যাপক রফিকুন নবী, পাউবোর উপপরিচালক মো. মনসুর হেলেন, মো. শহীদুল ইসলাম, নাসিমা কেরামত আলী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মাকসুদুর রহমান ও সমকালের দুমকী প্রতিনিধি মো. এবাদুল হক।

প্রতিনিধি মো. এবাদুল হককে উপজেলা সমন্বয়ক করে সভায় সর্বসম্মতিক্রমে তাহেরা আলী রুমাকে সভাপতি ও প্রশান্ত পার্থকে সাধারণ সম্পাদক করে আগামী এক বছরের জন্য ২৯ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন- শিরিন আক্তার, রাহিমা বেগম, জাকির হোসেন, মিম তাহেরা, মেহেরুন নেছা, ফারিয়া আক্তার, ইমরান হোসেন, শখানাত শীল, সৈয়দা রায়হানা হাওয়া, বাসন্তী রানী, রাহিমা বেগম, রোকসানা আক্তার, রজনী আক্তার, মোসা. রাজিয়া বেগম প্রমুখ। কমিটি গঠন সভায় জেলা কমিটির সুহৃদরা অংশ নেন।
সাধারণ সম্পাদক, সুহৃদ সমাবেশ, পটুয়াখালী

আরও পড়ুন

×