ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

হলিউড

হলিউডে ১০০ বছর আগে

হলিউডে ১০০ বছর আগে

'ব্যাবিলন' ছবিতে মার্গট রবি

সাঈদ নিশান

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২২ | ১২:০০ | আপডেট: ২১ ডিসেম্বর ২০২২ | ২২:৫৭

আমেরিকান এপিক পিরিয়ড কমেডি-ড্রামার সিনেমা 'ব্যাবিলন'-এ রয়েছে অসামান্য উচ্চাকাঙ্ক্ষা ও অপ্রীতিকর আধিক্যের গল্প। ছবির প্লট ১৯২০ সালের শেষের দিকে অবারিত অবক্ষয় ও বিপর্যয়ের যুগে হলিউডের নির্বাক থেকে সবাক চলচ্চিত্রে রূপান্তরের সময় একাধিক চরিত্রের উত্থান ও পতনের ঘটনা দেখানো হয়েছে। ছবির কাহিনি মূলত তিনটি কাল্পনিক চরিত্রকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। ড্যামিয়েন শ্যাজেল রচিত ও পরিচালিত ইংরেজি ভাষায় নির্মিত এ ছবির প্রধান তিনটি চরিত্রে অভিনয় করেছেন ব্র্যাড পিট, মার্গট রবি ও দিয়েগো কালভা।

এ ছাড়া জিন স্মার্ট, জোভান অ্যাডেপো, লি জুন লি, ফিব টনকিন, ক্যাথরিন ওয়াটারস্টন প্রমুখ অভিনয় করেছেন। ছবিতে ব্র্যাড পিট জনপ্রিয় নির্বাক চলচ্চিত্রের তারকা জ্যাক কনরাডের চরিত্রে অভিনয় করেছেন। এ চরিত্রটি কাল্পনিক, কিন্তু ১৯২০-এর দশকের প্রধান চলচ্চিত্র তারকা জন গিলবার্টের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে; যিনি চলচ্চিত্রকে নির্বাক থেকে সবাকে রূপান্তরের সংগ্রাম করেছিলেন। অন্যদিকে একজন উচ্চাকাঙ্ক্ষী অভিনেত্রী এবং ম্যানির প্রেমে আগ্রহী নেলি লরয় চরিত্রে রূপদান করেছেন মার্গট রবি। নেলির চরিত্রটি কাল্পনিক।

এতে অভিনেত্রী ক্লারা বোর তৎকালীন জীবনযাত্রার প্রভাব রয়েছে। নেলির মানসিক অসুস্থতা, যৌন দুঃসাহসিকতা এবং বিপর্যয়কর শৈশব স্পষ্টভাবে ক্লারা বো দ্বারা অনুপ্রাণিত। ছবিতে চলচ্চিত্র প্রযোজক ম্যানুয়েল ম্যানি চরিত্রে দেখা যাবে দিয়েগো কালভাকে। সম্প্রতি 'ব্যাবিলন' ছবিটির ট্রেলার প্রকাশ হয়েছে। এতে নগ্নতা, অশ্নীলতা এবং মাদকের ব্যবহার লক্ষ্য করা গেছে। ২০২১ সালের জুলাইয়ে লস অ্যাঞ্জেলেসে ছবিটির দৃশ্যধারণ শুরু হয়ে ওই বছরের অক্টোবর মাসে শেষ হয়েছে। গত ১৫ ডিসেম্বর ব্যাবিলনের ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে।

এর চিত্রনাট্য, গ্রাফিক বিষয়বস্তু এবং রানটাইম সমালোচনার সম্মুখীন হলেও সিনেমাটোগ্রাফি, স্কোর ও কাস্টের পারফরম্যান্সের লক্ষ্যে প্রশংসাসহ ছবিটি ইতিবাচক প্রশংসা পেয়েছে। এ ছাড়া 'ব্যাবিলন' ৪০তম গোল্ডেন অ্যাওয়ার্ডে পাঁচটি এবং ২৮তম ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডে ৯টি মনোনয়ন পেয়েছে। ৩ ঘণ্টা ৮ মিনিট ব্যাপ্তির এ ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছেন টোবি ম্যাগুইয়ার, অলিভিয়া হ্যামিলটন, মার্ক প্লাভ ও ম্যাথিউ প্লৌফ। প্যারামাউন্ট পিকচার্সের পরিবেশনায় ছবিটি আগামীকাল মুক্তি পাবে।

whatsapp follow image

আরও পড়ুন

×