কলকাতা উৎসবে
উৎসবের উদ্বোধনীতে বলিউড ও টালিউডের তারকাদের সঙ্গে চঞ্চল চৌধুরী
চঞ্চল চৌধুরী
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২২ | ১২:০০ | আপডেট: ২১ ডিসেম্বর ২০২২ | ২২:৫৩
গত অক্টোবরে কলকাতায় অনুষ্ঠিত 'বাংলাদেশ চলচ্চিত্র উৎসব'-এ গিয়েছিলাম। আমাদের 'হাওয়া' ছবির প্রদর্শন উপলক্ষেই সেখানে যাওয়া। তখনই কলকাতা উৎসব কর্তৃপক্ষ বলেছিল, '২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব'-এ এবার আমাকে আমন্ত্রণ জানাবে। শুধু তাই নয়, আমাকে এই উৎসবে উপস্থিত থাকতেই হবে- অনেকটা জোর দিয়েই অনুরোধ করেছিল। আমাকে তাই কথা দিতেই হয়েছে সেখানে যাওয়ার।
কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যাওয়া নিয়ে যখন মনস্থির করে ফেলেছি, তখনই আঘাতটা এলো। বাবা গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। ব্রেইন স্ট্রোক হওয়ায় তাঁকে নেওয়া হলো আইসিইউতে। হাসপাতালের বিছানায় বাবা অচেতন হয়ে পড়ে আছেন- এটা দেখে কীভাবে কলকাতায় যাই? এ প্রশ্নই বারবার মনে ঘুরপাক খাচ্ছিল। কিন্তু কলকাতা থেকে এত অনুরোধ আসছিল যে পরিবারের সদস্যরাই বলল উৎসবে অংশ নিতে। তাই শেষমেশ ভারতের অন্যতম বড় চলচ্চিত্র উৎসবে যোগ দিতে কলকাতায় গেলাম। ১৫ ডিসেম্বর। তারার আলোয় ঝলমলে হয়ে উঠেছিল কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়াম।
এদিন অমিতাভ বচ্চন থেকে শুরু করে শাহরুখ খান, রানী মুখার্জি থেকে শুরু করে ভারতীয় চলচ্চিত্রের খ্যাতিমান সব শিল্পী উপস্থিত হয়েছিলেন। উত্তরীয় পরিয়ে সবাইকে বরণ করে নেওয়া হয়েছিল। আমাকে উত্তরীয় পরিয়ে দিয়েছিলেন কলকাতার জনপ্রিয় অভিনেতা আবির চট্টোপাধ্যায়। সেই মুহূর্তটা অন্যরকম এক ভালো লাগায় মন ভরে গিয়েছিল। নিজ দেশের প্রতিনিধি হয়ে প্রতিবেশী দেশের চলচ্চিত্র উৎসবে গিয়েছিলাম। সেখানে আমাকে যেভাবে বরণ করে নেওয়া হয়- তা শুধু নিজেকেই নয়, এ দেশের চলচ্চিত্রকেও সম্মান জানানো হয়েছে বলে মনে করি।
উৎসবের প্রায় মুখই ছিল চেনা। ছিল না শুধু পূর্বপরিচয়। অবশ্য কলকাতার নন্দিত অভিনেতা রঞ্জিত মল্লিক, প্রসেনজিৎ, দেব, রাজ চক্রবর্তী, আবির- তাঁদের সঙ্গে আগে থেকেই পরিচয় ছিল। বাকি সবার সঙ্গে পরিচয়, কুশল বিনিময় হয়েছে উৎসবের সুবাদে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুষ্ঠানে কথা বলার সময় অবাক হয়েছি, তিনি আমার সম্পর্কে অনেক খোঁজখবর রেখেছেন দেখে। আমার বাবা অসুস্থ- সে খবরও তাঁর জানা ছিল। তাই আমাকে বলেছিলেন, 'শুনেছি, আপনি আসতে চাইছিলেন না। তারপরও এলেন, খুব খুশি হয়েছি। বিশেষ এই দিনে আমাদের সঙ্গে আছেন।'
এরপর যাঁকে আমরা বুম্বাদা বলে ডাকি, সবার প্রিয় সেই অভিনেতা প্রসেনজিৎ আমাকে একে একে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন। বলেন, 'চঞ্চল, বাংলাদেশ থেকে এসেছে। খুব ভালো অভিনেতা। আমার খুব প্রিয়।' তাঁর মুখে এই কথা শুনে অনেকটাই আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। এরপর নিজেই পরিচিত হই অমিতাভ বচ্চনের সঙ্গে। আমাদের সিনেমা 'হাওয়া' উৎসবে এসেছে- সে কথাও তাঁকে জানিয়েছি। আমি বাংলায় কথা বলেছি, তিনিও বাংলায় উত্তর দিয়েছেন।
এই বিষয়টাও দারুণ লেগেছিল। শাহরুখ খানের সঙ্গেও কথা বলেছি, পরিচিত হয়েছি, সেলফি তুলেছি। তাঁর সঙ্গে খুব বেশি কথা বলার সুযোগ ছিল না। সবকিছু মিলিয়ে '২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব'-এ দারুণ কিছু সময় কেটেছে, যা সত্যি কখনও ভুলে যাওয়ার নয়।