ঢাকা রবিবার, ২০ এপ্রিল ২০২৫

বিজয়ী মুখগুলো

গ্র্যামির পথে প্রথম বাংলাদেশি আরমীন মুসা

গ্র্যামির পথে প্রথম বাংলাদেশি আরমীন মুসা

আরমীন মুসা

--

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২২ | ১৮:০০

বিদায় নিল ২০২২। বছরটা কেমন গেল বাংলাদেশের তরুণদের? আমাদের এই উন্মাদ দুনিয়ায় যাঁরা নতুন অতিথি, যাঁরা তালগাছের মতো মাথা তুলে দাঁড়াতে শুরু করেছেন নিজেদের কাজ দিয়ে- প্রতিনিধিত্বশীল এই স্বপ্নবাজদের কাজ আমাদের দায়িত্ব-কর্তব্য ও স্বপ্ন-সম্ভাবনাকে উস্কে দেয় প্রতিনিয়ত। বছরজুড়ে সাহসে উঠে আসা এমন ছয় তরুণের সাফল্য বা অর্জনের কথা তুলে ধরেছেন আশিক মুস্তাফা

গ্র্যামি অ্যাওয়ার্ডসের ৬৫তম আসরে মনোনয়ন পেয়েছে বার্কলে ইন্ডিয়ান অনসাম্বলের প্রথম অ্যালবাম 'শুরুয়াত'। এই অ্যালবামে রয়েছে বাংলাদেশের তরুণ কণ্ঠশিল্পী আরমীন মুসার গাওয়া এবং তাঁর মা প্রখ্যাত নজরুল সংগীতশিল্পী নাশিদ কামালের লেখা গান 'জাগো পিয়া'। এই মনোনয়নের মধ্য দিয়ে প্রথমবারের মতো সংগীতবিশ্বের সবচেয়ে মর্যাদার আসরে বাংলাদেশকে পৌঁছে দিলেন তাঁরা। 'শুরুয়াত' মনোনয়ন পেয়েছে 'বেস্ট গ্লোবাল মিউজিক অ্যালবাম' ক্যাটাগরিতে, যেখানে সেরা পুরস্কারের জন্য লড়বে আরও চারটি অ্যালবাম। লস অ্যাঞ্জেলেসের ক্রিপটো অ্যারেনায় গ্র্যামি অ্যাওয়ার্ডসের ৬৫তম আসর বসবে আগামী ৫ ফেব্রুয়ারি।
২০১৬ সালের এপ্রিলে আরমীনের কণ্ঠে প্রকাশিত হয় 'জাগো পিয়া' গানটি। পরে আয়োজকরা এ বছরে প্রকাশিত 'শুরুয়াত' অ্যালবামে তা যুক্ত করেন। এই অ্যালবামে ওস্তাদ জাকির হোসেন, শ্রেয়া ঘোষাল, শঙ্কর মহাদেবন, বিজয় প্রকাশের মতো নামি সুরকার-শিল্পীদের ১০টি গান রয়েছে। আরমীনের সঙ্গে বিশ্বের ১৭ দেশের শিল্পী, যন্ত্রশিল্পী ও কলাকুশলী 'জাগো পিয়া' গানে কাজ করেছেন। গানের ভিডিওতে কথা ও সুরের সঙ্গে শিল্পী, যন্ত্রশিল্পীদের পোশাকে বাঙালি সংস্কৃতি তুলে ধরা হয়েছে। কাঁধে গামছা ঝুলিয়ে জর্ডানের ভায়োলিন বাদক লাইথ সাদিককে ভায়োলিনে বুঁদ হয়ে থাকতে দেখা গেছে; চেন্নাইয়ের সাঞ্জানা রাজা থেকে সুইজারল্যান্ডের রাইদিয়া রেনোল্ড, মালয়েশিয়ার জোনাথন লি থেকে ইসরায়েলের জোগেব গাবি- সবাই নিজেকে সাজিয়েছেন বাঙালির অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠা গামছায়। হয়তো এ জন্যই গ্র্যামি অ্যাওয়ার্ডসের মনোনয়নের তালিকায় 'শুরুয়াত'-এর নাম আসার পর অ্যালবামের বাকি গান ছাপিয়ে 'জাগো পিয়া' নিয়েই আলোচনা চলছে সবচেয়ে বেশি!

আরও পড়ুন

×