বিজয়ী মুখগুলো
বিতর্কের বিশ্বকাপে চ্যাম্পিয়ন

সৌরদীপ পাল ও সাজিদ আসবাত খন্দকার
--
প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২২ | ১৮:০০
বিদায় নিল ২০২২। বছরটা কেমন গেল বাংলাদেশের তরুণদের? আমাদের এই উন্মাদ দুনিয়ায় যাঁরা নতুন অতিথি, যাঁরা তালগাছের মতো মাথা তুলে দাঁড়াতে শুরু করেছেন নিজেদের কাজ দিয়ে- প্রতিনিধিত্বশীল এই স্বপ্নবাজদের কাজ আমাদের দায়িত্ব-কর্তব্য ও স্বপ্ন-সম্ভাবনাকে উস্কে দেয় প্রতিনিয়ত। বছরজুড়ে সাহসে উঠে আসা এমন ছয় তরুণের সাফল্য বা অর্জনের কথা তুলে ধরেছেন আশিক মুস্তাফা
বিতর্কের বিশ্বকাপ বা বিশ্ব বিতর্কের সর্বোচ্চ আসর বেলগ্রেড ওয়ার্ল্ড ইউনিভার্সিটিজ ডিবেটিং চ্যাম্পিয়নশিপ-ডব্লিউইউডিসি ২০২২-এর ওপেন ফাইনাল চ্যাম্পিয়ন হয়েছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের 'ব্র্যাক এ' দল। দলে ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী সাজিদ আসবাত খন্দকার ও সৌরদীপ পাল। দেশের ইতিহাসে তাঁরাই প্রথম এমন বড় পরিসরের আয়োজনে বাংলাদেশের হয়ে ফাইনালে উঠে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। শুধু বাংলাদেশের জন্য নয়, বরং এশিয়ার জন্য প্রথমবার এ সম্মান।
বেলগ্রেড ওয়ার্ল্ড ইউনিভার্সিটিজ ডিবেটিং চ্যাম্পিয়নশিপ বা ডব্লিউইউডিসি ২০২২-এ ৮২ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৪০০ দলের মধ্যে থেকে বিজয়ীর শিরোপা জিতে নেয় টিম 'ব্র্যাক এ'। ফাইনালে তাঁরা প্রিন্সটন ইউনিভার্সিটি, ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর এবং অ্যাতেনিও ডি ম্যানিলা ইউনিভার্সিটির মুখোমুখি হন। প্রতিযোগিতায় সবাইকে পেছনে ফেলে ৭৩৩ ও ৭৩০ পয়েন্ট পেয়ে বিজয়ী হন তাঁরা। বিশ্বসেরা এ দুই বিতার্কিক বর্তমানে ফলিত অর্থনীতিতে স্নাতকোত্তর পর্যায়ে পড়ছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে। আগে তাঁরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ বা ব্যবসা প্রশাসন ইনস্টিটিউট থেকে স্নাতক সম্পন্ন করেছেন। ব্রিটিশ সংসদীয় ফরম্যাটের ডিবেটে ওপেনিং অপজিশন হিসেবে ডিবেট করেছে ব্র্যাক। তাদের বিপরীতে ওপেনিং গভর্নমেন্ট ছিল প্রিন্সটন ইউনিভার্সিটি। 'ব্র্যাক এ' ডব্লিউইউডিসি ২০২২-এর প্রথম রাউন্ডে ২১ পয়েন্ট সংগ্রহ করে পঞ্চম ব্রেকিং দল হিসেবে নকআউট রাউন্ডে ওঠে।
এই অর্জন সম্পর্কে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ডিবেট ক্লাবের প্রেসিডেন্ট মো. সিফাতুল আহসান অপূর্ব বলেন, 'আমরা খুবই আনন্দিত। যখন ফলাফল ঘোষণা হচ্ছিল তখন রীতিমতো চিৎকার করে উঠেছি। আসলে এই অর্জন কেবল একটি প্রতিষ্ঠান কিংবা দলের নয়, বরং পুরো দেশের। তাই এ বিজয় আমরা ছড়িয়ে দিতে চাই সবার মাঝে। এ বিজয় কেবল ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ডিবেট ক্লাবের নয়; সবার জন্যই গৌরবের।' বেশ কয়েক বছর ধরে বিতর্কের ওয়ার্ল্ড কাপখ্যাত ওয়ার্ল্ড ইউনিভার্সিটিজ ডিবেটিং চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ অংশ নিলেও এত বড় সাফল্য বাংলার তরুণদের হাত ধরে আসেনি কখনোই। বাংলাদেশের বিতর্ককে আরও সম্ভাবনাময় করতে এ জয় উল্লেখযোগ্যভাবে ভূমিকা রাখবে বলেও মনে করছেন দেশের বিতর্কপ্রেমীরা। বিতর্ক মেধা, প্রজ্ঞা ও যুক্তির খেলা। সামনের দিনে সাজিদ আসবাত খন্দকার ও সৌরদীপ পালদের হাত ধরেই তরুণরা সৃষ্টিশীল কাজে যুক্ত হয়ে বয়ে আনবেন বিজয় মুকুট!
বিতর্কের বিশ্বকাপ বা বিশ্ব বিতর্কের সর্বোচ্চ আসর বেলগ্রেড ওয়ার্ল্ড ইউনিভার্সিটিজ ডিবেটিং চ্যাম্পিয়নশিপ-ডব্লিউইউডিসি ২০২২-এর ওপেন ফাইনাল চ্যাম্পিয়ন হয়েছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের 'ব্র্যাক এ' দল। দলে ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী সাজিদ আসবাত খন্দকার ও সৌরদীপ পাল। দেশের ইতিহাসে তাঁরাই প্রথম এমন বড় পরিসরের আয়োজনে বাংলাদেশের হয়ে ফাইনালে উঠে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। শুধু বাংলাদেশের জন্য নয়, বরং এশিয়ার জন্য প্রথমবার এ সম্মান।
বেলগ্রেড ওয়ার্ল্ড ইউনিভার্সিটিজ ডিবেটিং চ্যাম্পিয়নশিপ বা ডব্লিউইউডিসি ২০২২-এ ৮২ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৪০০ দলের মধ্যে থেকে বিজয়ীর শিরোপা জিতে নেয় টিম 'ব্র্যাক এ'। ফাইনালে তাঁরা প্রিন্সটন ইউনিভার্সিটি, ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর এবং অ্যাতেনিও ডি ম্যানিলা ইউনিভার্সিটির মুখোমুখি হন। প্রতিযোগিতায় সবাইকে পেছনে ফেলে ৭৩৩ ও ৭৩০ পয়েন্ট পেয়ে বিজয়ী হন তাঁরা। বিশ্বসেরা এ দুই বিতার্কিক বর্তমানে ফলিত অর্থনীতিতে স্নাতকোত্তর পর্যায়ে পড়ছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে। আগে তাঁরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ বা ব্যবসা প্রশাসন ইনস্টিটিউট থেকে স্নাতক সম্পন্ন করেছেন। ব্রিটিশ সংসদীয় ফরম্যাটের ডিবেটে ওপেনিং অপজিশন হিসেবে ডিবেট করেছে ব্র্যাক। তাদের বিপরীতে ওপেনিং গভর্নমেন্ট ছিল প্রিন্সটন ইউনিভার্সিটি। 'ব্র্যাক এ' ডব্লিউইউডিসি ২০২২-এর প্রথম রাউন্ডে ২১ পয়েন্ট সংগ্রহ করে পঞ্চম ব্রেকিং দল হিসেবে নকআউট রাউন্ডে ওঠে।
এই অর্জন সম্পর্কে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ডিবেট ক্লাবের প্রেসিডেন্ট মো. সিফাতুল আহসান অপূর্ব বলেন, 'আমরা খুবই আনন্দিত। যখন ফলাফল ঘোষণা হচ্ছিল তখন রীতিমতো চিৎকার করে উঠেছি। আসলে এই অর্জন কেবল একটি প্রতিষ্ঠান কিংবা দলের নয়, বরং পুরো দেশের। তাই এ বিজয় আমরা ছড়িয়ে দিতে চাই সবার মাঝে। এ বিজয় কেবল ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ডিবেট ক্লাবের নয়; সবার জন্যই গৌরবের।' বেশ কয়েক বছর ধরে বিতর্কের ওয়ার্ল্ড কাপখ্যাত ওয়ার্ল্ড ইউনিভার্সিটিজ ডিবেটিং চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ অংশ নিলেও এত বড় সাফল্য বাংলার তরুণদের হাত ধরে আসেনি কখনোই। বাংলাদেশের বিতর্ককে আরও সম্ভাবনাময় করতে এ জয় উল্লেখযোগ্যভাবে ভূমিকা রাখবে বলেও মনে করছেন দেশের বিতর্কপ্রেমীরা। বিতর্ক মেধা, প্রজ্ঞা ও যুক্তির খেলা। সামনের দিনে সাজিদ আসবাত খন্দকার ও সৌরদীপ পালদের হাত ধরেই তরুণরা সৃষ্টিশীল কাজে যুক্ত হয়ে বয়ে আনবেন বিজয় মুকুট!
- বিষয় :
- চ্যাম্পিয়ন
- বিতর্ক
- বিশ্বকাপ