বিজয়ী মুখগুলো
ল্যানসেটের তালিকায় সেঁজুতি সাহা

সেঁজুতি সাহা
--
প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২২ | ১৮:০০
বিদায় নিল ২০২২। বছরটা কেমন গেল বাংলাদেশের তরুণদের? আমাদের এই উন্মাদ দুনিয়ায় যাঁরা নতুন অতিথি, যাঁরা তালগাছের মতো মাথা তুলে দাঁড়াতে শুরু করেছেন নিজেদের কাজ দিয়ে- প্রতিনিধিত্বশীল এই স্বপ্নবাজদের কাজ আমাদের দায়িত্ব-কর্তব্য ও স্বপ্ন-সম্ভাবনাকে উস্কে দেয় প্রতিনিয়ত। বছরজুড়ে সাহসে উঠে আসা এমন ছয় তরুণের সাফল্য বা অর্জনের কথা তুলে ধরেছেন আশিক মুস্তাফা
বিশ্বের খ্যাতনামা বিজ্ঞান সাময়িকী ল্যানসেট বিশ্বের ১০ বিজ্ঞানীর প্রোফাইল প্রকাশ করেছে। সেখানে উঠে এসেছে আমাদের সেঁজুতি সাহার নাম। সেঁজুতি সাহা অলাভজনক প্রতিষ্ঠান চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশন বা সিএইচআরএফের পরিচালক। ল্যানসেট তাঁর সম্পর্কে বলেছে, তিনি বৈশ্বিক স্বাস্থ্য গবেষণা নিয়ে সমতার পক্ষে এক জোরদার কণ্ঠ। সেঁজুতি এবং সিএইচআরএফে তাঁর দল মিলে জীবাণুর জিন নকশা উন্মোচন (জিনোম সিকোয়েন্সিং) কিংবা ভাইরাসের গবেষণায় রত থাকেন। বাংলাদেশের শিশুদের আক্রান্ত করে এমন কিছু রোগ, যেমন ডেঙ্গু বা চিকুনগুনিয়া নিয়ে তাঁদের গবেষণা অব্যাহত আছে। ২০২০ সালের মার্চ মাসে দেশে প্রথম করোনাভাইরাসের রোগী শনাক্ত হয়। সেঁজুতি সাহার নেতৃত্বে দেশে প্রথম করোনাভাইরাসের জিন নকশা উন্মোচিত হয়।
বিজ্ঞানমনস্ক পরিবেশ তৈরি ও বিজ্ঞানশিক্ষার প্রসারের শুরুটা হওয়া দরকার স্কুল পর্যায়ে। আর শিশুদের বিজ্ঞানের দিকে টানতে চাই বিশেষ উদ্যোগ। সেঁজুতির কাজ শুধু শিশুদের রোগ থেকে রক্ষা নয়, শিশুদের বিজ্ঞানমনস্ক করে তোলার জন্যও তিনি ছুটে বেড়ান দেশজুড়ে।
বিশ্বের খ্যাতনামা বিজ্ঞান সাময়িকী ল্যানসেট বিশ্বের ১০ বিজ্ঞানীর প্রোফাইল প্রকাশ করেছে। সেখানে উঠে এসেছে আমাদের সেঁজুতি সাহার নাম। সেঁজুতি সাহা অলাভজনক প্রতিষ্ঠান চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশন বা সিএইচআরএফের পরিচালক। ল্যানসেট তাঁর সম্পর্কে বলেছে, তিনি বৈশ্বিক স্বাস্থ্য গবেষণা নিয়ে সমতার পক্ষে এক জোরদার কণ্ঠ। সেঁজুতি এবং সিএইচআরএফে তাঁর দল মিলে জীবাণুর জিন নকশা উন্মোচন (জিনোম সিকোয়েন্সিং) কিংবা ভাইরাসের গবেষণায় রত থাকেন। বাংলাদেশের শিশুদের আক্রান্ত করে এমন কিছু রোগ, যেমন ডেঙ্গু বা চিকুনগুনিয়া নিয়ে তাঁদের গবেষণা অব্যাহত আছে। ২০২০ সালের মার্চ মাসে দেশে প্রথম করোনাভাইরাসের রোগী শনাক্ত হয়। সেঁজুতি সাহার নেতৃত্বে দেশে প্রথম করোনাভাইরাসের জিন নকশা উন্মোচিত হয়।
বিজ্ঞানমনস্ক পরিবেশ তৈরি ও বিজ্ঞানশিক্ষার প্রসারের শুরুটা হওয়া দরকার স্কুল পর্যায়ে। আর শিশুদের বিজ্ঞানের দিকে টানতে চাই বিশেষ উদ্যোগ। সেঁজুতির কাজ শুধু শিশুদের রোগ থেকে রক্ষা নয়, শিশুদের বিজ্ঞানমনস্ক করে তোলার জন্যও তিনি ছুটে বেড়ান দেশজুড়ে।
- বিষয় :
- ল্যানসেট
- সেঁজুতি সাহা
- বিজ্ঞানী