আসছে যে পণ্য
ওয়ানপ্লাসের ফ্ল্যাগশিপ প্যাড

টেকলাইফ ডেস্ক
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৩ | ১৮:০০ | আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৩ | ০৫:২১
চীনা প্রযুক্তি কোম্পানি ওয়ানপ্লাস প্রথমবারের মতো ফ্ল্যাগশিপ মডেলের ট্যাবলেট পিসি ছাড়ার ঘোষণা দিয়েছে। 'ওয়ানপ্লাস প্যাড' নামের এ ডিভাইসে থাকছে ১১.৬ ইঞ্চি ডলবি ভিশন এলসিডি স্ট্ক্রিন এবং রেজল্যুশন ২৮০০ বাই ২০০০ পিক্সেল। এতে থাকছে ৯৫১০ এমএএইচ ব্যাটারি। ওয়ানপ্লাসের প্রেসিডেন্ট কিন্ডার লিউ বলেন, আমরা আশা করছি আমাদের প্রথম ট্যাবলেট কম্পিউটার 'ওয়ানপ্লাস প্যাড' ই-বুক রিডার, ডিজিটাল আর্টিস্ট ও গেমারদের কাছে জনপ্রিয় হবে। আগামী এপ্রিল মাসে ডিভাইসটি বাজারে ছাড়া হবে। তবে এখনও দাম ঘোষণা করা হয়নি।
- বিষয় :
- ওয়ানপ্লাস
- ফ্ল্যাগশিপ প্যাড