রাজারহাট
বার্ষিক আনন্দ আয়োজন

নানা আয়োজনের ফাঁকে ফটোসেশনে সুহৃদের একাংশ
আসাদুজ্জামান আসাদ
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৩ | ১৮:০০
সকালে মৃদু শীতের আবহ। বিকেলে বসন্তের বার্তা। এমনই একদিন শীর্ণকায় তিস্তা নদীর উপকণ্ঠে শুস্ক নয়, ভেজা বালুময় চর পেরিয়ে 'আলী বাবা থিম পার্ক'-এ হয়ে গেল সুহৃদদের মিলনমেলা। আরব্য উপন্যাসের 'আলী বাবা চল্লিশ চোর' রূপকথার গল্প অবলম্বনে গড়ে ওঠা এই পার্কে সম্প্রতি কুড়িগ্রামের রাজারহাট সুহৃদ সমাবেশের উদ্যোগে ও রাজারহাট প্রেস ক্লাবের সহযোগিতায় এই মিলনমেলার আয়োজন করেন সুহৃদরা। নানা আয়োজনে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকনের পাশাপাশি ফটোসেশন, কুইজ প্রতিযোগিতা ও মতবিনিময় সভা হয়। কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন- কবিরুল ইসলাম সৃজন, দ্বিতীয় মাসুদ রানা এবং তৃতীয় মোবাশ্বের আলম লিটন। তবে সবার জন্য সৌজন্য পুরস্কার দেওয়া হয়।
কুড়িগ্রাম, রংপুর ও গাইবান্ধা জেলার মোহনায় তিস্তা নদীর বালুচরে নয়নাভিরাম পরিবেশে প্রায় ৩০ একর জমির ওপর পার্কটি নির্মিত হয়েছে। মিলনমেলায় সুহৃদ সাধারণ সম্পাদক ও সহযোগী অধ্যাপক চিন্ময় রায় পলাশ, প্রেস ক্লাব সভাপতি সরকার অরুণ যদু, সাধারণ সম্পাদক ও প্রেস ক্লাবের সহসভাপতি মোবাশ্বের আলম লিটন, সাংবাদিক মোফাকখারুল ইসলাম, জহুরুল মন্ডল, মাসুদ রানা, রেজাউল হক, সুহৃদ শিক্ষক আবু-বক্কর, প্রদীপ কুমার, বাদশা, মামুন, কুইক, রাশেদুল, শফি, হাসান, সৃজন, রবিউল, সংগীতা সরকার, প্রীতিলতা প্রমুখ অংশ নেন।
সমন্বয়ক সুহৃদ সমাবেশ, রাজারহাট
কুড়িগ্রাম, রংপুর ও গাইবান্ধা জেলার মোহনায় তিস্তা নদীর বালুচরে নয়নাভিরাম পরিবেশে প্রায় ৩০ একর জমির ওপর পার্কটি নির্মিত হয়েছে। মিলনমেলায় সুহৃদ সাধারণ সম্পাদক ও সহযোগী অধ্যাপক চিন্ময় রায় পলাশ, প্রেস ক্লাব সভাপতি সরকার অরুণ যদু, সাধারণ সম্পাদক ও প্রেস ক্লাবের সহসভাপতি মোবাশ্বের আলম লিটন, সাংবাদিক মোফাকখারুল ইসলাম, জহুরুল মন্ডল, মাসুদ রানা, রেজাউল হক, সুহৃদ শিক্ষক আবু-বক্কর, প্রদীপ কুমার, বাদশা, মামুন, কুইক, রাশেদুল, শফি, হাসান, সৃজন, রবিউল, সংগীতা সরকার, প্রীতিলতা প্রমুখ অংশ নেন।
সমন্বয়ক সুহৃদ সমাবেশ, রাজারহাট
- বিষয় :
- আনন্দ আয়োজন
- রাজারহাট