ঢাকা সোমবার, ১৬ জুন ২০২৫

কানে ফিরছে ইন্ডিয়ানা জোন্স

কানে ফিরছে ইন্ডিয়ানা জোন্স

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৩ | ১৮:০০ | আপডেট: ০৬ এপ্রিল ২০২৩ | ০৫:২৪

কান উৎসবে ফিরছে বড় পর্দার কিংবদন্তি নায়ক ইন্ডিয়ানা জোন্স। চার দশক ধরে রুপালি পর্দায় ইন্ডিয়ানা জোন্সের দুঃসাহসিক কাজ দর্শকদের মুগ্ধ করেছে।

আসছে এই ফ্র্যাঞ্চাইজির শেষ চলচ্চিত্র ‘ইন্ডিয়ানা জোন্স অ্যান্ড দ্য ডায়াল অব ডেস্টিনি’। এর উদ্বোধনী প্রদর্শনী হবে কান উৎসবে। অভিনেতা হ্যারিসন ফোর্ডের অন্যতম জনপ্রিয় চরিত্র এই প্রত্নতত্ত্ব অধ্যাপক।

তাই ৮০ বছর বয়সী এই তারকার বর্ণাঢ্য ক্যারিয়ারের প্রতি বিশেষ সম্মান জানাবেন আয়োজকরা।


আরও পড়ুন

×