ঢাকা শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

রঙে ভরা রঙ্গ

ভাইরাল কপিবাজ

ভাইরাল কপিবাজ

জামসেদুর রহমান সজীব

প্রকাশ: ১০ জুলাই ২০২৩ | ১৮:০০ | আপডেট: ১১ জুলাই ২০২৩ | ০৫:৪৯

বাঙালির রসবোধের কথা সবাই জানে। হাসির গল্প নিস্তরঙ্গ জীবনে আনন্দের বারতা নিয়ে আসে। জীবনকে তির্যকভাবে দেখাও রম্যগল্পের বৈশিষ্ট্য। চার সুহৃদের কলমে রম্য গল্প...

চাচার বয়সী বড় ভাই জুটেছে কপালে। এলাকার তরুণ সংঘের একমাত্র প্রবীণ ব্যক্তিও তিনি। অথচ হাবভাবে কিশোর। তাঁর নাম শাকের আলী। আজ সকালে তাঁর স্ত্রী অর্না ভাবি কল দিয়ে আমার চোদ্দগুষ্টি উদ্ধার করলেন। কিছু বুঝতে না পেরে যখন আমতা আমতা স্বরে প্রশ্ন করলাম, ‘ভাবিজান, হইছেডা কী? এই গরিবের ওপর হঠাৎ ক্ষেপলেন কেন?’ প্রত্যুত্তরে ভাবি জানালেন, ‘ফেসবুক দেখ হতচ্ছাড়া। তোরে সামনে পাইলে হয়...।’

 এই শোনার পর শাকের ভাইয়ের আইডিতে গেলাম। তাঁর প্রথম পোস্ট দেখেই মাথায় আকাশ ভেঙে পড়ল। ব্যাটা তো সর্বনাশা কাণ্ড ঘটিয়ে বসে আছেন। তাঁর পোস্টে লেখা– ‘আমি চেয়েছিলাম একটি শুভ দিনক্ষণ দেখে আমার নতুন বউকে সবার সামনে আনতে। সুখবরটি জানানোর জন্য আর বেশিদিন অপেক্ষা করতে হয়নি। বাবলী আমার দ্বিতীয় বউ এবং প্রথম স্ত্রীর একমাত্র সতিন। আমার বউ আমার গর্ব, আমার শক্তি। আপনাদের কাছে বউয়ের জন্য দোয়া কামনা করছি।’ 

শাকের ভাই এর আগেও উল্টাপাল্টা কাণ্ড ঘটিয়েছেন। অপরের পোস্ট কপি করে নিজের মতো পোস্ট দেন। অদ্ভুতভাবে পোস্টগুলো দ্রুতই ভাইরাল হয়ে যায়। এ জন্য অনেকে তাঁকে আড়ালে-আবডালে ভাইরাল কপিবাজ ডাকেন। সারাদিন একটানা কল দিয়েছেন অর্না ভাবি। কল রিসিভের সাহস হয়নি। বিকেলে একদল লোক বাসায় এসে আমাকে তুলে নিয়ে গেল। আতঙ্কে যখন পাগলপ্রায় অবস্থা, ঠিক তখন নিজেকে আবিষ্কার করলাম শাকের ভাইয়ের বাসায়। আমার উল্টো পাশে সোফায় বসে আছেন অর্না ভাবি। তাঁর পায়ের কাছে কাচুমাচু হয়ে বসে আছেন শাকের ভাই। ঘটনা কী তা আর জিজ্ঞেস করতে হলো না। অর্না ভাবি গলা খাকারি দিয়ে বললেন, ‘তুমি তোমার ভাইয়ের ফেসবুক আইডি খুলে দিয়েছিলে না, এবার তুমিই সেটা ডিলেট করবে।’

কোনোমতে নিচু স্বরে বললাম, ‘জি ভাবি। আপনি যা বলবেন সেটাই হবে।’ তারপর শাকের ভাইয়ের উদ্দেশে বললাম, ‘ঘরে সুন্দরী বউ রেখে এমন আকাম করতে পারলেন? জীবনের প্রতি কি একটুও মায়ামমতা নেই?’ প্রশ্নের জবাবে শাকের ভাই অশ্রুসিক্ত নয়নে বললেন, ‘আর সবার মতো আমিও একটু রসিকতা করতে চেয়েছিলাম। এমন অবস্থা হবে কে জানত।’ আমি চোখ পিটপিট করে একবার শাকের ভাই, আরেকবার অর্না ভাবির দিকে তাকাই। আহারে রসিক মানুষ, আহারে রসিক মানুষের বউ। আফসোসের ঠ্যালায় মুখের ভাষা হারিয়ে চুপচাপ বসে রইলাম। মনে মনে চাইলাম ওপরওয়ালা আমাদের নেক হেদায়েত দিক। এই মানুষ দু’জনকে একটু বেশিই দিক। 

সুহৃদ, ঢাকা

আরও পড়ুন

×