ঢাকা শনিবার, ২৬ এপ্রিল ২০২৫

উল্লাপাড়ায় সুহৃদের নতুন পথচলা

উল্লাপাড়ায় সুহৃদের নতুন পথচলা

উল্লাপাড়া সানফ্লাওয়ার স্কুল প্রাঙ্গণে নবগঠিত কমিটির সদস্যবৃন্দ

কল্যাণ ভৌমিক

প্রকাশ: ১০ জুলাই ২০২৩ | ১৮:০০

সমকাল সুহৃদ সমাবেশের উল্লাপাড়া উপজেলা শাখার নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে ৭ জুলাই উল্লাপাড়া সানফ্লাওয়ার স্কুল মিলনায়তনে স্থানীয় বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী এবং সুধীমণ্ডলীর এক সভা অনুষ্ঠিত হয়। সমকালের উল্লাপাড়া প্রতিনিধি কল্যাণ ভৌমিকের সভাপতিত্বে সভায় সুহৃদ সমাবেশের লক্ষ্য, উদ্দেশ্য এবং নানামুখী সামাজিক, মানবিক ও সেবামূলক কর্মকাণ্ডের বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন উল্লাপাড়া প্রেস ক্লাবের আহ্বায়ক আব্দুল বাতেন হিরু, আবু বকর সিদ্দিক বাবু, রায়হান আলী, ফিরোজা সুলতানা, শাহরিয়ার আলম অপি প্রমুখ।

সভায় সর্বসম্মতিক্রমে সুহৃদ সমাবেশের উল্লাপাড়া উপজেলা ইউনিটের কার্যনির্বাহী কমিটি গঠিত হয়। শাহরিয়ার আলম অপিকে সভাপতি এবং মেহেদী হাসান প্রান্তকে সাধারণ করে ৫৩ সদস্যের নবগঠিত কমিটির উপদেষ্টারা হলেন– কল্যাণ ভৌমিক, আব্দুল বাতেন হিরু, ডা. সুকুমার সুর রায়, শামীম হাসান, প্রকৌশলী এস এম আব্দুর রহমান, আবু সেলিম রেজা, সেলিম রেজা, আলামিন হোসেন, ইউসুফ আলী মন্টু, বাঞ্চারাম সরকার, আবু বকর সিদ্দিক বাবু, জাহিদুল ইসলাম ও রায়হান আলী।

কার্যনির্বাহী কমিটি অন্য সদস্যরা হলেন– যুবায়ের হোসেন শাকিল, সেলিম রেজা, প্রান্ত কুমার রাহা, ইমরান আহমেদ ইমন, নাহিদ হাসান জনি, নাহিদ হাসান, ফাহিম বিন অনিক, সাকিব হাসান সেতু, খুরশিদ আলম সিয়াম, নাজমুল হাসান নাছিম, তন্ময় কুমার কুণ্ডু, মিনহাজ সিফাত, সাব্বির উল আলম, তালহা মণ্ডল, আদনান সিদ্দিকী প্রীতম, আব্দুল আলিম, আব্দুল হাকিম, সাগর রানা, সাকিব হাসান মুবিন, শাহাবুদ্দীন হাসান শাহীন, আরিফ আরমান সিয়াম, মাহফুজ আহমেদ মজনু, হাবিবুল্লাহ বেলালী শিশির, বায়জিদ হোসেন, ফিরোজা সুলতানা, শামীমা খাতুন, তরিকুল হাসান, জায়েদ হাসান নাঈম প্রমুখ। 

সমন্বয়ক, সুহৃদ সমাবেশ, উল্লাপাড়া

আরও পড়ুন

×