বিসিএস লিখিত পরীক্ষা, যেভাবে নেবেন প্রস্তুতি

কৃষিবিদ এম. এ. মান্নান, ৩৬তম বিসিএস (কৃষি) ক্যাডার
প্রকাশ: ২৩ জুলাই ২০২৩ | ১৮:০০
আন্তর্জাতিক বিষয়াবলিতে মোট নম্বর-১০০। মোট ৩টি সেকশন থাকে।
সেকশন-এ: সংক্ষিপ্ত প্রশ্ন (১০টি থেকে ১০টিই লিখতে হবে, প্রতি প্রশ্নের নম্বর-৪। ১০*৪=৪০ নম্বর) সেকশন-বি: বড় প্রশ্ন (৪টি থেকে ৩টি লিখতে হবে, প্রতি প্রশ্নের নম্বর-১৫। ৩*১৫=৪৫ নম্বর) সেকশন-সি: সমস্যা সমাধান (১টি থেকে ১টি লিখতে হবে, ১*১৫=১৫ নম্বর)
সেকশন-এ: সংক্ষিপ্ত প্রশ্ন অধ্যায়-১: (৩৫-৪৪ বিসিএস এ মোট প্রশ্ন এসেছে=৬টি)
১.আন্তর্জাতিক সম্পর্ক কাকে বলে? এর পরিধি/গুরুত্ব এবং বিষয়বস্তু আলোচনা করুন।
২. আন্তর্জাতিক রাজনীতি কাকে বলে? এর পরিধি/গুরুত্ব এবং বিষয়বস্তু আলোচনা করুন।
৩. আন্তর্জাতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য লিখুন। (৩৭তম বিসিএস)
৪. Democratic Peace Theory এর মূল বক্তব্য লিখুন। (৩৮তম বিসিএস)
৫. আন্তর্জাতিক সম্পর্কতে Anarchical Society ধারণাটি আলোচনা করুন (৪১তম বিসিএস)
৬. Functionalish তত্ত্বের গুরুত্ব এবং Clash of Civilization তত্ত্বের মূল বক্তব্য লিখুন। (২৪, ৪০তম বিসিএস)
অধ্যায়-২: *** (৩৫-৪৪ বিসিএস এ মোট প্রশ্ন এসেছে =১৯টি)
১.রাষ্ট্র কাকে বলে? রাষ্ট্রের শ্রেণিবিভাগ আলোচনা করুন।
২.আধুনিক রাষ্ট্র কাকে বলে? এর উপাদান আলোচনা করুন।
৩. জাতিভিত্তিক রাষ্ট্র কাকে বলে? (৩৫, ৩৬তম বিসিএস), বহুজাতিক রাষ্ট্র কাকে বলে? (৩৮তম বিসিএস), নৈতিক রাষ্ট্র (৪৩তম বিসিএস) ধর্মনিরপেক্ষ রাষ্ট্র কাকে বলে?
৪. নন স্টেট অ্যাকটর বলতে কি বুঝেন? এর প্রকারভেদ উদাহরণসহ লিখুন। (৩৮তম বিসিএস)
৫. স্টেট এবং নন-স্টেট অ্যাকটর এর মধ্যে পার্থক্য লিখুন।
৬. সার্বভৌমত্ব কাকে বলে? সার্বভৌমত্বের শ্রেণিবিভাগ এবং সার্বভৌমত্বের বৈশিষ্ট্যসমূহ লিখুন (৩৬তম বিসিএস), সার্বভৌমত্বের গুরুত্ব লিখুন (৩৭তম বিসিএস), সার্বভৌমত্ব ও সার্বভৌম সমতার মধ্যে পার্থক্য লিখুন।
৭.রাষ্ট্র ও সরকারের মধ্যে পার্থক্য লিখুন (৩৬তম বিসিএস)
৮.ভঙ্গুর রাষ্ট্র ও ব্যর্থ রাষ্ট্রের মধ্যে পার্থক্য লিখুন। (৪০তম বিসিএস)
৯.ভূ-খণ্ড ও ভূ-খণ্ড অখণ্ডতার মধ্যে পার্থক্য লিখুন ।
- বিষয় :
- বিসিএস লিখিত পরীক্ষা
- প্রস্তুতি