নিমন্ত্রণে স্নিগ্ধ সাজ

ছবি: সমকাল
নাইস নূর
প্রকাশ: ২৫ জুলাই ২০২৩ | ১৮:০০ | আপডেট: ২৬ জুলাই ২০২৩ | ০১:২২
সময়টা বর্ষাকাল। কখনও আকাশজোড়া কালো মেঘ, কখনও বৃষ্টি, কখনওবা সূর্যের কড়া উত্তাপ। প্রকৃতি এভাবে যতই খেলুক না কেন, জীবনের গতি তো থেমে নেই। ভ্যাপসা গরম কিংবা বৃষ্টির মধ্যেই বিভিন্ন উৎসব আয়োজন করা হচ্ছে। নিমন্ত্রণ রক্ষা করতে সেখানে যেতেও হচ্ছে। প্রকৃতি যত বিরূপই হোক না কেন, উৎসব কিংবা কোথাও নিমন্ত্রণে যেতে হলে একটু পরিপাটি হয়েই যেতে হয়।
ভ্যাপসা গরম এবং বর্ষার কথা চিন্তা করে ঋতুভিত্তিক পোশাক এনেছে ফ্যাশন ব্র্যান্ড অঞ্জন’স। এ প্রসঙ্গে অঞ্জন’সের প্রধান নির্বাহী শাহিন আহমেদ বলেন, ‘বৃষ্টির দিনে গরমও থাকে। তাই বৃষ্টি আর গরম মিলিয়ে আমরা চেষ্টা করেছি সময়ের উপযোগী করে আরামদায়ক পোশাক আনার। গরম অসহনীয় হলেও পার্টিতে কমবেশি সবার যেতেই হচ্ছে। এ জন্য আমরা এবার সুতি কাপড়ের ডিজাইনের পোশাক বেশি এনেছি।’
শাহিন আহমেদ আরও জানান, পার্টিতে কেউ সুতি পোশাক পরতে পছন্দ করেন, আবার কেউ সিল্ক, কেউ বা মসলিন। তাই শাড়ির ক্ষেত্রে সুতি, ভয়েল, লিনেন, সিল্ক, জর্জেট, মসলিন সব ধরনের কালেকশন অঞ্জন’সে পাওয়া যাচ্ছে। সুতি শাড়ি ৩ হাজার থেকে ৫ হাজার টাকার মধ্যে পাবেন। অন্যদিকে সিল্ক এবং মসলিন শাড়ি ৮ হাজার থেকে শুরু করে ১৫ হাজার টাকার মধ্যে পাওয়া যাবে। সন্ধ্যার অনুষ্ঠানের জন্য গাঢ় রংকে গুরুত্ব দিয়েছে অঞ্জন’স। তাদের ডিজাইনে সবুজ, নীল, কালো, গোলাপি, মেরুন রঙের পোশাক প্রাধান্য পেয়েছে। অন্যদিকে, দিনের অনুষ্ঠানের জন্য হালকা বাদামি রং, অ্যাশ রঙের পোশাকও পাওয়া যাবে।
নারীর জন্য শাড়ি তো বটেই, বাহারি ডিজাইনের অনেক সালোয়ার-কামিজ ও ওড়না রয়েছে তাদের সংগ্রহে।
অন্যদিকে, বিভিন্ন অনুষ্ঠানে পরার জন্য ছেলেদের জন্য রয়েছে– পাঞ্জাবি, পায়জামা, ফতুয়া এবং শার্ট। লিনেন, সুতি এবং সিল্কের মধ্যে এসব পোশাক রয়েছে। প্রিন্ট ও এমব্রয়ডারির মধ্যে এসব পোশাক পাওয়া যাবে। ৩ থেকে ৫ হাজার টাকার মধ্যে এসব পোশাক কিনতে পারবেন।
দেশের অন্যতম লাইফস্টাইল ব্র্যান্ড লারিভ এনেছে বর্ষার একটি বিশেষ কিউরেটেড কালেকশন– দ্য রেইনি ডে কিউরেশন। গরম এবং বর্ষা মাথায় রেখে পোশাকের রং বাছাই করেছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠান বা পার্টিতে পরার উপযোগী পোশাক এনেছে তারা।
লারিভের প্রধান নির্বাহী পরিচালক মন্নুজান নার্গিস বলেন, বিশেষ উপলক্ষ মাথায় রেখে বর্তমান সংগ্রহ থেকে সম্পূর্ণ নতুন একটি সংগ্রহ তৈরি করা কিউরেটেড কালেকশনের প্রধান বৈশিষ্ট্য। এখনকার ভ্যাপসা গরম এবং বর্ষার নস্টালজিয়া দুটি বিষয় মাথায় রেখে আমরা পোশাকগুলো তৈরি করেছি।
তিনি জানান, লারিভ রেইনি ডে কিউরেশনে প্রাধান্য পেয়েছে হালকা, ব্রিদেবল, জর্জেট, লাইট ক্রেপ, ফেইলি, মার্সেরাইজড কটন, ভিসকস ও ব্লেন্ডেড ফেব্রিক। এ ধরনের পোশাকগুলো পরিষ্কার করা সহজ।
এই সময়ে পোশাকের লেংথ একটু কম চলছে। কলেজ, বিশ্ববিদ্যালয় কিংবা অফিসে যাওয়া তরুণ-তরুণীরা বর্ষা ও গরমকে মাথায় রেখে আরামদায়ক পোশাককে বেশি গুরুত্ব দিচ্ছেন। এ কারণে লারিভের এই কালেকশনেও প্রাধান্য পেয়েছে মিড-লেংথ টিউনিক। কোমর থেকে একটু ফ্লেয়ার করা হয়েছে এ টিউনিকগুলো। মন্নুজান নার্গিসের মতে– স্মোক, র্যাফল, ডলমেন, ল্যান্টার্ন ও ড্রপস্লিভস, টাই-বেল্ট ও হাইনেকের কম্বিনেশন এই টিউনিকগুলোয় মৌসুমের সবচেয়ে ট্রেন্ডি পোশাকই মনে হবে। কিছু টিউনিকে রয়েছে রুচিশীল হাতের কাজ। তাঁর ভাষায়, পার্টিতে কিংবা যে কোনো অনুষ্ঠানে যোগ দিতেও এই টিউনিকের পোশাকগুলো সবাইকে দারুণ মানিয়ে যাবে।
অন্যদিকে, পুরুষের জন্য রয়েছে কোর-ক্যাজুয়াল স্টাইলস। যেমন– ক্রিউ-নেক ও হেনলি টি-শার্ট, পোলো শার্ট ও শর্টস্লিভ ক্যাজুয়াল শার্ট। ভিসকস, লিনেন, মার্সেরাইজড কটন, টপ-নোচ নিট ও ব্লেন্ডেড ফেব্রিকে তৈরি এই পোশাকগুলো ভিজে গেলেও শরীরে কোনো অস্বস্তি তৈরি করবে না।
লারিভের সংগ্রহে থাকা নারীর জন্য ধূসর এবং সাদা জমিনের শাড়িগুলোর পাড় উজ্জ্বল হয়েছে নীল এবং ফুশিয়া পিঙ্কে। জলভরা মেঘের মোটিফরাঙা পাড়ে তাল মিলিয়েছে রঙিন ট্যাসেলের দল। শাড়ির সঙ্গে মিলিয়ে পুরুষের জন্য করা হয়েছে পাঞ্জাবি।
মন্নুজান নার্গিস জানান, বর্ষণমুখর সন্ধ্যার পার্টি কিংবা গরমে অনায়াসেই এ ধরনের পোশাক পরা যাবে।
পার্টিতে যেমন মানানসই পোশাক জরুরি, তেমনি নিজের লুকের দিক থেকে হতে হবে পারফেক্ট। রাজিয়াস মেকওভার স্টুডিওর স্বত্বাধিকারী ও রূপ বিশেষজ্ঞ রাজিয়া সুলতানা জানিয়েছেন, এ সময় পোশাকের সঙ্গে মানিয়ে কেমন হবে সাজসজ্জা।
রাজিয়া সুলতানা বলেন, এখন বর্ষাকাল। অন্যান্য সময়ের তুলনায় বর্ষার মৌসুমে সাজপোশাকে আর অনুষঙ্গে নানা বাছবিচার থাকবে। এই সময় হঠাৎ করে বৃষ্টি নামে এবং আবার অনেক সময় গরম অনুভব হয়। এ জন্য এই সময় যতই বৃষ্টি হোক না কেন, আমরা যাতে নির্বিঘ্নে চলাফেরা করতে পারি এ বিষয়টি মনে রাখতে হবে। সে ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে কোন পোশাকটি পরবো, কেমন সাজব, কেমন জুতা পরবো, ব্যবহৃত অনুষঙ্গ এমনকি বৃষ্টির ঝাপটা থেকে বাঁচতে হাতে থাকা ছাতাটিই বা কেমন হবে তা নিয়ে।
এর পরই গুরুত্ব দিতে হবে সাজসজ্জায়। প্রথমে মাথায় রাখতে হবে এই সময় আমরা যেসব জিনিস ব্যবহার করব, তা যেন ওয়াটারপ্রুফ হয়। এ সময়ের পার্টি সাজে কিছু বিষয় মাথায় রাখতে হবে। যেমন– এ আবহাওয়ায় সব সময় ফাউন্ডেশনটা বাদ দেওয়ার বিষয়টা মনে রাখতে হবে। দিনের অনুষ্ঠানে হালকা এবং রাতের বেলায় কফি, মেরুন, বাদামি, বেগুনি রঙের লিপস্টিক জমকালো দেখাবে। মেকআপের সব উপকরণ হতে হবে শুকনো বা ম্যাট। মেকআপের শুরুতে বরফ দিয়ে মুখে কিছুটা ঘষে নিতে হবে। তার পর কমপ্যাক্ট পাউডার এবং এতে ভালো মানের কোনো বেবি পাউডার সামান্য একটু মিশিয়ে মুখে ভালোভাবে পাফ করে নিতে হবে।
এখন আসা যাক রাতের সাজের বেলায়। রাজিয়া সুলতানা বলেন, রাতের নিমন্ত্রণে ব্লাস্টিং ব্যবহার করা যেতে পারে। যেন কোনোমতে ক্রিম জাতীয় কিছু ব্যবহার করা না হয় সেদিকে খেয়াল করতে হবে। হালকা রঙের ম্যাট ব্লাশন ব্যবহার করা যেতে পারে। চোখে আইসিটি ব্যবহার না করে আই পেন্সিল লাগানো ভালো হবে। পরে সেগুলো আঙুল বা ব্রাশ দিয়ে মিশিয়ে নেওয়া যেতে পারে। এর পর সবুজ, নীল, বেগুনি অনেক রং আছে হাইলাইটের জন্য। ত্বকের চেয়ে একটু হালকা টনের কমপ্যাক্ট পাউডার ব্যবহার করতে হবে। নিজেকে একটু গর্জিয়াস লুক দেওয়ার জন্য গাঢ় রঙের লিপস্টিক এবং চোখের পাপড়িতে ঘন মাশকারা দিতে পারেন। এতেই একটা জমকালো লুক দেখা যাবে। অবশ্যই ওয়াটারপ্রুফ মাশকারা ব্যবহার করতে হবে।
রূপ বিশেষজ্ঞ রাজিয়া সুলতানা বলেন, এ সময় পোশাক বাছাইয়ের ক্ষেত্রে আমরা উজ্জ্বল রংগুলো পছন্দ করতে পারি। তাহলে আবহাওয়া খারাপ হলেও উজ্জ্বল দেখাবে। সে ক্ষেত্রে হলুদ, নীল, বেগুনি, সবুজ ও গোলাপি এ রংগুলোয় আমরা গুরুত্ব দিতে পারি।
রাজিয়া সুলতানার মতে, আবহাওয়া যেমনই হোক না কেন, মানানসই সাজপোশাক আপনার মনও ফুরফুরে রাখবে।
মডেল: হৃদি; পোশাক: অঞ্জন’স; মেকওভার: রেড বিউটি স্যালুন; ছবি: ফয়সাল সিদ্দিক কাব্য
- বিষয় :
- শাড়ি
- বর্ষাকাল
- মানানসই পোশাক
- সালোয়ার-কামিজ
- ওড়না