পাতালঘরের নুসরাত

নুসরাত ফারিয়া
অনিন্দ্য মামুন
প্রকাশ: ২৬ জুলাই ২০২৩ | ১৮:০০ | আপডেট: ২৭ জুলাই ২০২৩ | ০৫:৫১
নুসরাত ফারিয়া মানেই যেন নাচেগানে ভরপুর সিনেমা। ঈদে মুক্তি পাওয়া আফরান নিশোর প্রথম সিনেমা ‘সুড়ঙ্গ’তেও নুসরাত ফারিয়াকে দেখা গেছে আইটেম গানে। সেই নুসরাত ফারিয়াই কিনা অভিনয় করেছেন ‘পাতালঘর’ নামের একটি অফবিট সিনেমায়! যে সিনেমায় আইটেম গান নেই, ধুন্ধুমার অ্যাকশন দৃশ্য নেই। মূল কথা, এ ধারার সিনেমায় নুসরাতকে দেখতে অভ্যস্ত নয় দর্শক! এ সিনেমাটিই মুক্তির আগে হাসি ছড়িয়েছে কলাকুশলীদের মুখে। ভারতের কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে প্রশংসা কুড়িয়েছে। গত বছর গোয়ায় ৫৩তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় ছবিটি।
এ ছাড়া চলতি বছর নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা ফিচার সিনেমা হিসেবে ‘দন কিহোতে পুরস্কার’ পেয়েছে। তাই সিনেমাটিতে অভিনয় করে নুসরাত ফারিয়া যে ভুল সিদ্ধান্ত নেননি বলা যায়। সিনেমাটি বানিয়েছেন নূর ইমরান মিঠু। ২০১৮ সালের জুনে মুক্তি পায় নূর ইমরান মিঠু পরিচালিত প্রথম সিনেমা ‘কমলা রকেট’। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত সেই সিনেমাটি সমালোচকদের প্রশংসা কুড়ায়। সেই সঙ্গে দেশ-বিদেশের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে দেখানোর পাশাপাশি পুরস্কারও অর্জন করে। প্রথম সিনেমার প্রায় চার বছর পর নিজের দ্বিতীয় সিনেমা ‘পাতালঘর’ নিয়ে ফিরছেন মিঠু।
মা ও মেয়ের মনস্তাত্ত্বিক টানাপোড়েনের গল্প নিয়ে নির্মিত ‘পাতালঘর’। ছবিতে সিঙ্গেল মাদারের চরিত্রে অভিনয় করেছেন আফসানা মিমি। তাঁর মেয়ের চরিত্রেই আছেন নুসরাত ফারিয়া। এমন চরিত্র ফারিয়ার কাছেও বেশ উপভোগ্য বলে জানান। বললেন, এখন আমাদের দর্শকের পছন্দ অনেক বদলে গেছে। তারা ‘হাওয়া’, ‘আয়নাবাজির’ মতো সিনেমা প্রেক্ষাগৃহে টিকিট কেটে দেখেছেন। কারণ এসব ছবিতে জীবনঘনিষ্ঠ গল্প, দারুণ প্রেজেন্টেশন, বুদ্ধিদীপ্ত নির্দেশনা আর শিল্পীদের ভালো অভিনয়ের মেলবন্ধন রয়েছে। পাতালঘরেও তাই হয়েছে। এদিকে বাগদানের প্রায় তিন বছরের মাথায় বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন নুসরাত ফারিয়া। জানিয়েছেন, কঠিন সময় পার করছেন। যদিও ইতোমধ্যে সে কঠিন সময় অতিক্রম করেছেন তিনি। ঈদের পর ঘুরতে গিয়েছিলেন তুরস্কে। সেখান থেকে বেশ ফুরফুরে মেজাজ নিয়েই ফিরেছেন।
- বিষয় :
- নুসরাত ফারিয়া
- পাতালঘর