কাছ থেকেই দূরে সরে যাচ্ছি প্রতিদিন
নিয়ম করে হয় না আর সম্পর্কের শুশ্রুষা।
এভাবে কতোকাল ধরে বেঁচে থেকে থেকে
তাই নিয়ে যেনো হাঁপিয়ে গেছে একটা জীবন।
বেঁচে থাকার ভেতরেও গৌরবহীন সন্দেহ নিয়ে
অতীতের খড়কুটো নিত্য জ্বালানি এখন।
কে তবে বয়ে বেড়ায় এমন একলা একটা জীবন
আঁকড়ে থাকার নাম যদি হয় নিজেকে বেঁধে রাখা
জড়িয়ে যাওয়া যদি তোমাতে কেবল—
আর কবে পরাবো তবে জীবনের ঘুঙুর
বিশ্বাসের পায়ে আমার সর্বস্ব নিয়ে।
স্বপ্নভুক অন্ধকারে আততায়ী হয়ে ওঠে
স্মৃতি প্রতিশ্রুতি সংলাপ।
উপমার চাদরে ঝুলিয়ে রেখেছি প্রেমের সনেট
পয়ারে বেঁধে রেখেছি লৌকিক গল্পের পুস্তক।
যেখানে তোমাকে ঘিরে আরোগ্য জীবনের
তোমাকে ঘিরেই নিস্তার।