ইমপেররের পাঞ্জাবি

--
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৩ | ১৮:০০
বাঙালি হিন্দুর প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজাকে উৎসবমুখর করতে ‘ইমপেরর’ বরাবরের মতো এবারও বাজারে এনেছে স্টাইলিস্ট সব পাঞ্জাবি। তারুণ্যের চাহিদা বিবেচনায় শতভাগ সুতি কাপড়ে তৈরি পাঞ্জাবির ডিজাইনে আনা হয়েছে বৈচিত্র্য। সর্বোৎকৃষ্ট এবং মানসম্মত পাঞ্জাবি পরিবেশনে ক্রেতার কাছে ‘ইমপেরর’ দায়বদ্ধ। ইমপেরর পাঞ্জাবিতে উৎসবের ছোঁয়া দিতে এবং আরামদায়ক পাঞ্জাবি তৈরির জন্য বরাবরই ভারত-চীনের বিভিন্ন মিল-কারখানা ঘুরে ভালো মানের কটন সিল্ক, ভিসকস, লিনেন কাপড় সংগ্রহ করে থাকে। সেই কাপড় দিয়ে সুদক্ষ ও প্রশিক্ষিত কর্মী দ্বারা নিজস্ব কারখানায় তৈরি হয় ইমপেররের সব পাঞ্জাবি। পাইকারি বাজারে ইমপেররের পাঞ্জাবি দামে সাশ্রয়ী এবং গুণগত মানে অনন্য। এ ছাড়া ইমপেররের রয়েছে ট্রাউজার। শরতের এ আবহাওয়ায় নিজেকে মানানসই করে তুলে ধরতে বেছে নিন পছন্দের পাঞ্জাবিটি। v
- বিষয় :
- ইমপেররের পাঞ্জাবি