ঢাকা বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩

পূজার আয়োজন নিয়ে বর্ণন লাইফস্টাইল

পূজার আয়োজন নিয়ে বর্ণন লাইফস্টাইল

--

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৩ | ১৮:০০

পূজার আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে পূজাসংগ্রহ নিয়ে উপস্থিত হয়েছে ‘বর্ণন লাইফস্টাইল’। পূজা সংগ্রহ তৈরি করা হয়েছে আরামদায়ক কাপড়ে। ডিজাইনে বিভিন্ন ধরনের কটন, স্লাব কটন, হাফসিল্ক, জর্জেট, অ্যান্ডি সিল্ক, নেট কাপড় দিয়ে পোশাকগুলো করা হয়েছে। মূল রং হিসেবে বেছে নেওয়া হয়েছে সাদা, লাল, মেজেন্টা ও মেরুন। পোশাকের নকশাকে ফুটিয়ে তোলা হয়েছে নানা ভ্যালু অ্যাডেড মিডিয়ার ব্যবহারে। এর মধ্যে রয়েছে স্ক্রিন প্রিন্ট, ব্লক প্রিন্ট, হাতের কাজ, এমব্রয়ডারি, কারচুপি ও কাটিং অ্যান্ড সুইং। এই সংগ্রহে রয়েছে– শাড়ি, রেডি ব্লাউজ, সিঙ্গেল কামিজ, টপস, টিউনিক, লেগিন্স ও পাঞ্জাবি। পূজা উৎসবকে সামনে রেখে ‘বর্ণন লাইফস্টাইল’ বিশেষ আয়োজনে অনলাইন কেনাকাটায় রয়েছে ১৫ শতাংশ ছাড়। 

আরও পড়ুন