ঢাকা বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩

স্কার্টে অন্যরকম

স্কার্টে অন্যরকম

ছবি সৌজন্য: হরিতকী

নীরা ইসলাম

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৩ | ১৮:০০ | আপডেট: ১১ অক্টোবর ২০২৩ | ০৬:২৮

যে কোনো উৎসব, পালা-পার্বণে স্কার্ট যেন অন্যরকম আবেদন এনে দেয়। খুব বেশি পরা না হলেও, মাঝেমধ্যে সাজে আনে ভিন্নতা। গতানুগতিকের বাইরে একটু ক্যাজুয়াল ভাইব আনে স্কার্ট। সমুদ্র ভ্রমণে গেলে সৈকতে হাঁটাহাঁটি, ফটোশুটের জন্যও স্কার্ট অনায়াসে বেছে নেওয়া যায়।

পশ্চিমা পোশাকের কথা বলতে গেলে সবার প্রথমেই উঠে আসবে স্কার্টের নাম। উনিশ শতকের শুরু থেকেই স্কার্টের প্রচলন শুরু হয়। ফ্যাশন ডিজাইনারদের হাতের ছোঁয়ায় স্কার্টে পাচ্ছে নতুন নতুন রূপ। কখনও সময়োপযোগী মোটিফ কিংবা গোটা একটি পুরাণকাহিনি শোভা পাচ্ছে স্কার্টের নকশায়। সামনে পূজা। চাইলে পূজার দিনগুলোতেও তরুণীরা বেছে নিতে পারেন পছন্দের ডিজাইন ও মোটিফের স্কার্ট। অনলাইন পেজ হরীতকীর প্রতিষ্ঠাতা বলরাম পাল বলেন, ‘স্কার্ট এখন ফ্যাশনের বড় একটি অংশ। শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে বিশেষ নকশা ফুটিয়ে তোলা হয়েছে স্কার্টগুলোয়। স্কার্টের সঙ্গে টপস, শার্ট, কামিজ সহজেই মিলিয়ে পরা যায় বলে এটি সবার পছন্দের।’


মোটিফে স্কার্ট: সময়ের সঙ্গে সঙ্গে স্কার্টে স্থান পাচ্ছে বিভিন্ন রকম মোটিফ। এই যেমন রাজপুরী পটচিত্র, নৃত্যরত নারী। শরৎকালের সঙ্গে মিল রেখে স্কার্টে রাখা হচ্ছে সাদা মেঘ, শিউলি ফুল, কাশফুলের ছাপ। এ ছাড়া মোগল স্থাপত্য নকশার ছাপও আধিপত্য বিস্তার করেছে বেশ। দুর্গাপূজায় বনেদি ও আভিজাত্য তুলে ধরেছে সুসজ্জিত রাজহস্তী বহর মোটিফ। এই হাতি ও হাতির গহনার কারুকাজের নকশা হয়েছে ইন্দোনেশিয়ান বাটিক স্টাইলে। দেবী দুর্গার পূজায় গুরুত্বপূর্ণ একটি অনুষঙ্গ হলো পদ্মফুল। ১০৮টি পদ্মফুল দিয়ে সম্পন্ন হয় সন্ধ্যাপূজা। স্কার্টে পদ্মফুলের নকশা ফুটিয়ে তোলা হয়েছে খুব নান্দনিকতার সঙ্গে। ফুলেল নকশা ছাড়াও আলপনা, জিগজ্যাগ নকশা, পুতুলের বিয়ে, ভারতীয় মধুবন্তী দেখা যাচ্ছে স্কার্টগুলোয়। স্কার্টে নতুনত্ব এনে দিয়েছে মাফলার, রিকশা, প্রিন্ট, বারবি ও কাতান মোটিফ। পূজার চার দিন সকাল থেকে রাত পর্যন্ত বেশির ভাগ সময়ই কাটে প্যান্ডেলে ঘুরে ঘুরে। তাই পোশাকের ক্ষেত্রে ফ্যাশনের পাশাপাশি আরামটাকেও প্রাধান্য দিতে হবে। লিনেন, সিল্ক, তসর, জর্জেট ফেব্রিকে তৈরি হওয়া স্কার্টগুলো খুবই আরামদায়ক। পূজা ছাড়াও অন্য যে কোনো সময়েও এ ধরনের স্কার্টগুলো মানিয়ে যাবে। অনলাইন পেজ স্বপ্নযাত্রার প্রতিষ্ঠাতা রাজন কুমার বলেন, রঙিন পোশাক উৎসবের আমেজ বাড়িয়ে দেয় কয়েক গুণ। তাই স্কার্টগুলোয় গাঢ় রঙের ব্যবহার বেশি করা হয়েছে। বিভিন্ন মাপের ঘেরে তৈরি স্কার্টগুলো থেকে খুব সহজেই পছন্দসই স্কার্ট সংগ্রহ করতে পারেন ক্রেতারা। চাইলে কালার ও ঘের কাস্টমাইজ করে নিতে পারেন যে কেউ। তাহলে উৎসবের পাশাপাশি অন্যান্য সময়েও পরা যাবে।

স্কার্টের ধরন

প্লেটেড স্কার্ট: দেখতে ঝালরের মতো স্কার্টটি পরতে পারেন সপ্তমীতে। দেখলেই মনে হবে যেন কুচি দেওয়া হয়েছে। প্লেন টি-শার্ট এবং কুর্তির সঙ্গে এটি ভালো মানাবে।


লং স্কার্ট : অষ্টমী মানেই জমকালো সাজ। সকালের অঞ্জলি থেকে রাতের সন্ধিপূজা সারাদিনই একটু বনেদিআনা সাজ চান সবাই। তাই এদিন পরতে পারেন লং স্কার্ট। সঙ্গে টি-শার্ট অথবা টাক করা প্লেইন শার্ট। সঙ্গে জড়াতে পারেন ডেনিম জ্যাকেট।

এ লাইন স্কার্ট: এ লাইন স্কার্টের মার্জিত লুকের জন্য এটি তরুণীদের কাছে বেশ জনপ্রিয়। এর সঙ্গে প্রিন্টেড টপ নবমীর দিন আপনাকে করে তুলবে অনন্যা।

হাই ওয়েস্ট স্কার্ট : হাই ওয়েস্ট স্কার্টের কোমরের একটু ওপর থেকে শুরু হয়ে হাঁটুর নিচ পর্যন্ত থাকে ঝুল। এর সঙ্গে হাই নেকলাইনের ক্রপ টপ একটি গাম্ভীর্যপূর্ণ আউটফিট এনে দেবে। দশমীর দিন বিদায়বেলার পরিবেশের সঙ্গে এই লুকটি খুব সুন্দরভাবেই মানিয়ে যাবে।

ফ্লেয়ার স্কার্ট : ফ্লেয়ার স্কার্ট এখন সব থেকে বেশি ট্রেন্ডি। তাই রেগুলার ফ্লেয়ার ও ডাবল ফ্লেয়ার দুই স্টাইলেই ডিজাইন করা হয়েছে স্কার্ট। এ ধরনের স্কার্টে কিছুটা গাউনের লুক লক্ষণীয়। তসর দিয়ে তৈরি এই স্কার্টে এসেছে গ্লামারাস ও পার্টি লুক। এ ছাড়া প্যানেল স্কার্ট, টায়ার স্কার্ট, থ্রি কোয়ার্টার স্কার্ট, বেল শেপ স্কার্ট, হবল স্কার্ট, স্ট্রেট স্কার্ট ও সার্কুলার স্কার্টের বেশ জনপ্রিয়তা রয়েছে। \

কোথায় পাবেন বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্ক, গুলশান ডিসিসি মার্কেট, নিউমার্কেটসহ যে কোনো শপিংমল থেকে পেয়ে যাবেন পছন্দসই স্কার্ট। কেউ চাইলে ঘর বসে হরীতকী, স্বপ্নযাত্রাসহ বিভিন্ন অনলাইন পেজ থেকে সংগ্রহ করতে পারেন।

আরও পড়ুন