ঢাকা বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪

সাকিবের সমান পরীর অনুসারী

সাকিবের সমান পরীর অনুসারী

 আনন্দ প্রতিদিন প্রতিবেদক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৩ | ২০:১০ | আপডেট: ১১ অক্টোবর ২০২৩ | ২০:১০

বেশি কিছুদিন ধরে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান ও তারকা অভিনেত্রী পরীমণির ফেসবুক অনুসারী সংখ্যা সমান ছিল। এরপর গত আগস্টে বাংলাদেশি তারকাদের মধ্যে ফেসবুক অনুসারী নিয়ে সবচেয়ে এগিয়ে ছিলেন সাকিব।

ঢালিউডের আলোচিত নায়িকা পরীমণিকে টপকে এগিয়ে যান তিনি। পরীমণির খুব বেশিদিন লাগেনি সাকিবের সেই রেকর্ড স্পর্শ করতে। এতদিন সাকিবের ফেসবুক অনুসারী ১৬ মিলিয়ন ছিল, গতকাল থেকে একই সংখ্যক অনুসারী পরীমণিরও। দু’জনের ফেসবুক পেজ থেকে এ তথ্য জানা গেছে। পরীমণি সম্প্রতি ‘ডোডোর গল্প’ নামে একটি নতুন সিনেমার কাজ শুরু করেছেন। v

whatsapp follow image

আরও পড়ুন

×