মুক্তিযোদ্ধাদের সঙ্গে উৎসবমুখর দিন

কিশোরগঞ্জ সুহৃদ সমাবেশ আয়োজিত আলোচনায় বীর মুক্তিযোদ্ধাদের একাংশ
মোস্তাফা কামাল
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৩ | ১৮:০০
বর্ণিল আয়োজনে কিশোরগঞ্জে সমকাল সুহৃদ সমাবেশের আয়োজনে সমকালের ১৯ বছরে পদার্পণ উদযাপন করা হয়েছে। ১৯ বীর মুক্তিযোদ্ধাকে নিয়ে উৎসবমুখর পরিবেশে দিনটি উদযাপন করেছেন সুহৃদরা। ১৩ অক্টোবর সকালে শহরের জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জিল্লুর রহমান, বীর মুক্তিযোদ্ধা স্পেশাল পিপি এমএ আফজাল, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. আসাদ উল্লাহ, প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক অ আ ন ম নওশাদ খান, বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন ফারুকী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মো. আব্দুল মান্নান ও বাছির উদ্দিন ফারুকী, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার কামাল, হাবিবুর রহমান, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ভূপাল নন্দী, জেলা চেম্বারের জ্যেষ্ঠ সহসভাপতি হাফেজ খালেকুজ্জামান, বেসরকারি সংস্থা পপির জেলা সমন্বয়ক মুহাম্মদ ফরিদুল আলম ও সুহৃদ সাধারণ সম্পাদক শাহীন সুলতানা ইতি। সঞ্চালনা করেন সমকালের জেলা প্রতিনিধি মোস্তাফা কামাল।
সমন্বয়ক সুহৃদ সমাবেশ, কিশোরগঞ্জ