ঢাকা বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩

মুক্তিযোদ্ধাদের সঙ্গে উৎসবমুখর দিন

মুক্তিযোদ্ধাদের সঙ্গে উৎসবমুখর দিন

কিশোরগঞ্জ সুহৃদ সমাবেশ আয়োজিত আলোচনায় বীর মুক্তিযোদ্ধাদের একাংশ

মোস্তাফা কামাল

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৩ | ১৮:০০

বর্ণিল আয়োজনে কিশোরগঞ্জে সমকাল সুহৃদ সমাবেশের আয়োজনে সমকালের ১৯ বছরে পদার্পণ উদযাপন করা হয়েছে। ১৯ বীর মুক্তিযোদ্ধাকে নিয়ে উৎসবমুখর পরিবেশে দিনটি উদযাপন করেছেন সুহৃদরা। ১৩ অক্টোবর সকালে শহরের জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জিল্লুর রহমান, বীর মুক্তিযোদ্ধা স্পেশাল পিপি এমএ আফজাল, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. আসাদ উল্লাহ, প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক অ আ ন ম নওশাদ খান, বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন ফারুকী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মো. আব্দুল মান্নান ও বাছির উদ্দিন ফারুকী, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার কামাল, হাবিবুর রহমান, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ভূপাল নন্দী, জেলা চেম্বারের জ্যেষ্ঠ সহসভাপতি হাফেজ খালেকুজ্জামান, বেসরকারি সংস্থা পপির জেলা সমন্বয়ক মুহাম্মদ ফরিদুল আলম ও সুহৃদ সাধারণ সম্পাদক শাহীন সুলতানা ইতি। সঞ্চালনা করেন সমকালের জেলা প্রতিনিধি মোস্তাফা কামাল।

১৯ জন মুক্তিযোদ্ধা নিয়ে সমকালের ১৯ বছরে পদার্পণের অনুষ্ঠান আয়োজন একটি ব্যতিক্রমী ঘটনা। মুক্তিযোদ্ধাদের এভাবে সম্মান জানানোর জন্য সমকাল পরিবারকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে মুক্তিযোদ্ধারা তাদের বক্তব্যে বলেন, এভাবেই মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে ও সমুন্নত রেখে সমকাল তার পথ চলবে– এটা সংগতভাবেই প্রত্যাশিত। তারা সমকালের আধুনিক ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা অব্যাহত রাখার আহ্বান জানান। শেষে ১৯ বীর মুক্তিযোদ্ধা একযোগে কেক কেটে সমকালের ১৯ বছরে পদার্পণ উদযাপন করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন– জেলা ব্র্যাক সমন্বয়ক মো. শফিকুল ইসলাম, শ্রমিক নেতা মো. আলাল মিয়া, সমকাল কটিয়াদী প্রতিনিধি সৈয়দ সিরাজুস সালেহীন রাহাত, তাড়াইল প্রতিনিধি দেওয়ান ফারুক দাদ খান, অন্যান্য মিডিয়ার কয়েকজন প্রতিনিধি, পত্রিকা এজেন্ট এমএ সাদেক মুকুল ও কয়েকজন পত্রিকা হকারসহ সুহৃদরা। 

সমন্বয়ক সুহৃদ সমাবেশ, কিশোরগঞ্জ

আরও পড়ুন