জারা’স বিউটি লাউঞ্জে ছাড়
--
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৩ | ১৮:০০ | আপডেট: ১৮ অক্টোবর ২০২৩ | ০৭:৫৬
রূপবিশেষজ্ঞ ফারহানা রুমি পরিচালিত জারা’স বিউটি লাউঞ্জে চলছে বিশেষ ছাড়। সব ধরনের বিউটি সার্ভিসের ওপর থাকছে ২০ শতাংশ ছাড়। এ ছাড়ের আওতায় হেয়ার কালার, হেয়ার রিবন্ডিং, ফেসিয়াল, পেডিকিউর-মেনিকিউর, হেয়ার ট্রিটমেন্ট, বডি ম্যাসাজ, ব্রাইডাল মেকআপ ও পার্টি মেকআপ করা যাবে। এ ছাড়া শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ ছাড়। v
- বিষয় :
- জারা’স বিউটি লাউঞ্জ