ঢাকা মঙ্গলবার, ১৭ জুন ২০২৫

হিরোইন বিডির প্রথম বিক্রয়কেন্দ্র উদ্বোধন

হিরোইন বিডির প্রথম বিক্রয়কেন্দ্র উদ্বোধন

--

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৩ | ১৮:০০ | আপডেট: ২৫ অক্টোবর ২০২৩ | ০৬:৩১

নারী উদ্যোক্তাদের সংগঠন ‘হিরোইন বিডি’র প্রথম বিক্রয়কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। গত শুক্রবার রাজধানীর মিরপুরের পূর্ব শেওড়াপাড়ার ভারটেক্স এইচকে সেন্টারে দুপুর ১২টায় বিক্রয়কেন্দ্রটি উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে নারী উদ্যোক্তারা ছিলেন ফুরফুরে মেজাজে। একেবারে ঘরোয়া আয়োজনে স্বপ্ন পূরণের পথে নিজেদের মতো করেই উদযাপনে মেতেছিলেন তারা। পুরো বিক্রয়কেন্দ্র সাজানো ছিল উদ্যোক্তাদের পণ্য দিয়ে। সেখানে ছিল ঘরে তৈরি খাবার, সব ধরনের ফ্রোজেন ফুড, অর্গানিক চাল, খাঁটি নারকেল তেল, সরিষার তেল, ঘি, আচার, পিঠা, শাড়ি, সালোয়ার-কামিজ, ফতুয়া, লুঙ্গি, পাঞ্জাবি, রংপুরের ঐতিহ্যবাহী শতরঞ্জি, দেশি ও বিদেশি পোশাক, গহনা, অর্গানিক স্কিন কেয়ার পণ্যসহ আরও অনেক কিছু। হিরোইন বিডির প্রধান নির্বাহী নাজমুন নাহার হেনা তাঁর প্রতিক্রিয়ায় বলেন, ‘আমাদের সঙ্গে ১৪ জন নারী উদ্যোক্তা সরাসরি যুক্ত। এ ছাড়া আরও অসংখ্য উদ্যোক্তা নানা প্রক্রিয়ায় ধাপে ধাপে আমাদের সঙ্গে আছেন। এই এত মানুষের স্বপ্ন পূরণের পথে আজ এক ধাপ এগিয়ে গেলাম আমরা। আশা করছি, আমাদের পণ্য ক্রেতাদের সন্তুষ্ট করতে পারবে।’ 

আরও পড়ুন

×