উড়ে যাওয়া মেঘ দেখে মনে হলো
তুমি যক্ষ, আমি তোমার যক্ষপ্রিয়
আজ মন বলছে মেঘকে দূত করে তোমার কাছে
ঠিকানাবিহীন একটা রতিপত্র পাঠাই...
প্রিয়তমেষু ,
তোমার কথা ভেবে এমন ভর দুপুরে
শরীরের বসন খুলে আমার সংগমের ইচ্ছা জাগিছে
জানি লোকারণ্যে আমার হাতটা ধরতেও
তোমার সংকোচ অথবা ভয়!
কোনদিন, হুটকরে একলা পেলে তোমাকে জাপটে ধরে
চুমুতে ইচ্ছা করে!
জানিতো জাপটে ধরার রীতিটা এখনও
একান্তই পুরুষের অধিকার
এখনও, ভীড়ের মধ্যে তোমার দেখা পেলে
তোমাকে ছুতে মন চায়
আদর করতে মন চায়
যদিওবা বড়দের আদর একটা গোপনীয় ব্যাপার
হায়, তোমার যদি মেঘের মত একটা মন থাকতো!
আমি মেঘের হাওয়ায় ভিজে যেতাম
বুকের পাড়ে আছড়ে পড়া ঢেউয়ে
মন পবনের নাও ভাসাতাম...
জানি, আমাকে খুব ভদ্র মেয়ে ভাবো
মনে মনে আমি যে খুব অভদ্র হয়ে যাই
এ কথাটা তোমায় কোনদিন বলব না,
কেমন?
তোমার সাথে হয় না দেখা কতকাল
মনের সাথে মন, শরীরের সাথে শরীর...কতকাল!
কি যে অস্থিরতা!
কি যে কাতরতা!
ইচ্ছা করে তোমার দরজায় কড়া নেড়ে
বলে দেই তার সবটা।