সারা শরীরে ব্যথার ঢেউ
জলের কামড়ে,
ঘুমের মধ্যে কানকথার ডিঙি
বৃত্তের লহমায় টেনে
গুলিয়ে দিচ্ছে ফেনার কারুকাজ,
মাছের অহম বালির তীরে–
কারও ঠোঁটে রক্তাক্ত ঠোঁটরং,
হেসেখেলে বোলতা নাচছিল
আমার দিকে আসছিল,
আমি কি জোছনার বংশধর
আমি কি বোলতার প্রতিচ্ছবি!
আমি তো কতদিন জোছনা দেখি না ...