তিন ছেলে ও বুড়ি মা

হা বি বা তা বা স সু ম
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৩ | ১৮:০০
এক ছিলো বুড়ি! তার ছিলো তিন ছেলে। তারা জমিতে কৃষিকাজ করতো এবং মালিকের বাসায় থাকতো। একদিন বুড়ি খুব অসুস্থ হয়ে পড়লো। ছেলেদের হাতে টাকা ছিলো না। জমিতে কাজ করে যে টাকা পেতো, জীবনযাপনে সব টাকা শেষ হয়ে যেতো। মায়ের চিকিৎসার জন্য তাদের কাছে কোনো টাকাই থাকতো না। বুড়ির কঠিন অসুখ। তাদের কাছে কোনো টাকা-পয়সা নেই। তার তিন ছেলে যার জমিতে কাজ করতো, সেই মালিকের কাছে তাদের দুঃখের কথা বললো। মালিক ছিলেন খুবই ভালো। তিনি বললেন, তোমরা দুঃখ করো না, এবার জমিতে যে ফসল হবে তা বিক্রি করে সব টাকা তোমার মায়ের চিকিৎসায় ব্যয় করবো। ছেলেরা খুব খুশি হলো। চিকিৎসার পর তাদের মা সুস্থ হয়ে উঠলো। তাদের দুঃখ ঘুচে গেলো।
- বিষয় :
- তিন ছেলে ও বুড়ি মা