ঢাকা শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩

হেলথ টিপস

খোসাসহ শসা খেলে কী হয়?

খোসাসহ শসা খেলে কী হয়?

প্রতীকী ছবি

সমকাল ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৩ | ০০:১০ | আপডেট: ১১ নভেম্বর ২০২৩ | ০০:১০

ওজন কমানো থেকে শুরু করে শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে এই শসা। এতে ভিটামিন কে ও সি’র পাশাপাশি আরও অনেক গুরুত্বপূর্ণ খনিজ আছে। শসা বিভিন্ন উপায়ে খাওয়া হয়, কখনও কাঁচা আবার কখনও রান্না করে। তবে জানলে অবাক হবেন, প্রায় ৯০ শতাংশ মানুষ শসা খাওয়ার সঠিক উপায় জানেন না।

শসা কখনও খোসা ছাড়িয়ে খাওয়া উচিত নয়। কারণ, শসার খোসায় বেশ কিছু ভিটামিন ও খনিজ থাকে। তাই খোসা ফেলে দিলে শসার বেশির ভাগ পুষ্টিগুণই নষ্ট হয়ে যায়। তাই সব সময় খোসাসহ শসা খাওয়া উচিত। শুধু খেয়াল রাখতে হবে শসা যেন পানি দিয়ে ভালো করে ধুয়ে নেওয়া হয়। হালকা গরম পানিতে শসা ধুলে এর গায়ে উপস্থিত কীটনাশক বা ময়লা দূর হয়ে যায়। এ ছাড়া লবণ-পানিতে ভিজিয়ে রেখেও শসা জীবাণুমুক্ত করতে পারবেন। 
 

আরও পড়ুন