- ফিচার
- সরকারি চাকরিতে ৩০ শতাংশ কোটা পুনর্বহাল দাবি
মুক্তিযোদ্ধার সন্তানদের অবস্থান কর্মসূচি
সরকারি চাকরিতে ৩০ শতাংশ কোটা পুনর্বহাল দাবি

জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ - সমকাল
সরকারি চাকরিতে ৩০ শতাংশ কোটা পুনর্বহাল করে আলাদা নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করাসহ সাত দফা দাবি জানিয়েছেন মুক্তিযোদ্ধাদের সন্তানরা।
বৃহস্পতিবার রাজধানীর শাহবাগে অবস্থিত জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে তারা এসব দাবি জানান। 'বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ' এর আয়োজন করে।
তাদের অন্য দাবিগুলোর মধ্যে হলো- বীর মুক্তিযোদ্ধাদের সাংবিধানিক স্বীকৃতি দিয়ে মুক্তিযোদ্ধা পরিবারের সুরক্ষা আইন পাস করাসহ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের সম্পত্তি বিক্রি না করে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরিত করা, মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনে সব মৃত বীর মুক্তিযোদ্ধা পরিবারের অন্তত একজন সদস্যকে ভোটাধিকার প্রয়োগের ক্ষমতা প্রদান, মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের জন্য জাতীয় সংসদে কমপক্ষে ৫০টি সংরক্ষিত আসন সৃষ্টি করা, মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা, নির্যাতন ও তাদের জমি দখলের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া, মেডিকেল কলেজ, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানসহ সব পাবলিক বিশ্ববিদ্যালয় ও কলেজে ছাত্রদের ভর্তির ক্ষেত্রে মুক্তিযোদ্ধার সন্তান ও নাতি-নাতনিদের জন্য ১০ শতাংশ আসন দেওয়া।
সংসদের কেন্দ্রীয় কমান্ডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. সোলায়মান মিয়ার সভাপতিত্বে এবং মহাসচিব শফিকুল ইসলাম বাবুর সঞ্চালনায় কর্মসূচিতে সংগঠনটির বিভিন্ন জেলা, মহানগর, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন, রেলওয়ে, সিভিল এভিয়েশন ইউনিটসহ এর সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য দেন।
কর্মসূচি থেকে আগামী ১ মার্চের মধ্যে দাবি মেনে নেওয়া না হলে সারাদেশে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা করা হয়।
অবস্থান কর্মসূচি শেষে তারা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের উদ্দেশে একটি পদযাত্রা বের করেন। সেখানে গিয়ে তারা মুক্তিযুদ্ধ মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন।
মন্তব্য করুন