মাতাল অরণ্য অধিবৃত্ত কেঁপে উঠছে
আলোকিত ডানা মেলে উড়ে যাচ্ছে পাখি

দক্ষিণের গ্যালাক্সি তোমার স্তুতি মগ্ন

পরাবৃত্তের কার্নিশ ধরে পড়ে যাচ্ছি
গোলাপি এই জগৎ ছিটকে যাওয়ায় আনন্দ

উপবৃত্তে ফিরে আসছে উপগ্রহ জ্যোৎস্নায়,
তোমাতেই এই টান নিরন্তর জোয়ারভাটা

ফ্রাই করা বাতাস প্রোটিনের ঘ্রাণ
তোমার ঠোঁটের সম্পূর্ণ মাদকতায় এই ডুব
এই ডুব পৌনঃপুনিক তৃষ্ণায় উজাড় করে সর্বস্ব

এই প্রাণ বারবার বারবার তোমাতে আরাধ্য

বিষয় : পদাবলি

মন্তব্য করুন