- ফিচার
- এই বসন্তে এই সুন্দরে
এই বসন্তে এই সুন্দরে

মেহজাবীন চৌধুরী
মেহজাবীন এক অপরাজিতার নাম। চরিত্রের প্রয়োজনে মুহূর্তে ফুটিয়ে তোলেন হাসি-কান্না-অভিমান। এরই মধ্যে নিজের সু-অভিনয় দিয়ে জয় করেছেন অগণিত দর্শকহৃদয়। কিন্তু জনপ্রিয়তাকে পুঁজি করে স্রোতের জোয়ারে গা ভাসাননি তিনি। ছোটপর্দার পাশাপাশি মেহজাবীন পা রেখেছেন ওয়েবের ভুবনে। সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত ওয়েব ছবি 'রেডরাম'। ওয়েব ছবি নিয়ে কেমন সাড়া পাচ্ছেন? ''প্রত্যাশার চেয়ে বেশি সাড়া পাচ্ছি। কমেডি বা রোমান্টিক কমেডির দর্শক আগে থেকেই বেশি। 'রেডরাম' সে জায়গা থেকে ভিকি জাহেদ ভাইয়ের এ ছবিটি একেবারেই আলাদা। তারপরও অনেকেই এটা দেখেছেন। এই যে ভিন্ন ধরনের কনটেন্টের প্রতি দর্শকের আগ্রহ বাড়ছে, এটা খুবই ইতিবাচক।'' কয়েকদিন আগে উন্মুক্ত হয়েছে তার অভিনীত প্রথম ওয়েব সিরিজ 'সাবরিনা'র টিজার। এটি নির্মাণ করেছেন আশফাক নিপুণ। 'সাবরিনা' ওয়েব সিরিজে নাম ভূমিকায় অভিনয় করেছেন মেহজাবীন। শিগগিরই এটি পশ্চিমবঙ্গের ওটিটি প্ল্যাটফর্ম 'হইচই'-এ মুক্তি পাবে। মেহজাবীন থেকে 'সাবরিনা' হয়ে ওঠা প্রসঙ্গে মেহজাবীন বলেন, 'এই ওয়েব সিরিজে অভিনয় করেছি চিকিৎসকের ভুমিকায়। আমি যেহেতু বিজ্ঞান বিভাগের ছাত্রী ছিলাম না, তাই আমার জন্য একটু কঠিনই ছিল চরিত্রটি। এখানে সাবরিনা শুধু একটি নারী চরিত্র-ই নয়, এই সময়ের সব নারীর গল্প এবং চরিত্র। নারীরা তাদের জীবনে, পরিবারে কিংবা কর্মস্থলে কী কী সমস্যার মুখোমুখি হন এ রকম অনেক ঘটনাই দেখানো হয়েছে এখানে। হইচই ও আশফাক নিপুণকে ধন্যবাদ আমাকে এমন একটি চ্যালেঞ্জিং চরিত্রে ভাবার জন্য।'
সম্প্রতি সাবরিনার সংবাদ সম্মেলনে হলিউডের শিল্পীদের নিয়ে বক্তব্যের সূত্র ধরে ফেসবুকে বিদ্রূপের মুখেও পড়েন মেহজাবীন। ওই সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে হলিউডের প্রসঙ্গ আনেন তিনি। এত দ্রুত এক চরিত্র থেকে আরেক চরিত্র ধারণ কীভাবে পারেন- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এ অভিনেত্রী বলেছিলেন, 'আমার কাছে মনে হয়, আমাদের মতো পরিশ্রমী শিল্পী হয়তো পৃথিবীর কোথাও নেই। হলিউডের শিল্পীদেরও আমরা চ্যালেঞ্জ করতে পারি।' মূলত টানা কাজ করতে গিয়ে অনেক সময় বিশ্রামেরও খুব একটা সময় পান না আমাদের দেশের শিল্পীরা। উত্তরে শুধু নিজের নয়, সব শিল্পীর পরিশ্রমের বিষয়টি ফুটিয়ে তুলতেই 'পরিশ্রমের দিক থেকে আমরা হলিউডের শিল্পীদেরও চ্যালেঞ্জ করতে পারি'- কথাটি বলেছিলেন এই অভিনেত্রী। এ কথাটির আংশিকভাবে গণমাধ্যমে আসায় বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েছিলেন এই অভিনেত্রী। সমালোচনার বিপরীতে কেউ কেউ এই তারকার পক্ষেও ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। জানিয়েছেন, মেহজাবীন নিজেদের পরিশ্রমের বিষয়টি তুলে ধরার চেষ্টা করেছেন। এটা নেতিবাচকভাবে উপস্থাপনা করে ট্রল যারা করছেন, তারা না বুঝেই করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও মেহজাবীন লিখেন, 'সঠিক অর্থ বুঝে সঠিক শিরোনাম হোক। গুরুত্বপূর্ণ কথাগুলো আরও গুরুত্ব পাক।' বিষয়টি নিয়ে তিনি আরও বলেন, 'আমি যা বোঝাতে চেয়েছি হয়তো বোঝাতে ব্যর্থ হয়েছি। কথার কথা হিসেবে হলিউডের প্রসঙ্গ টেনে এনেছি। আমি বলিনি, হলিউডের চেয়ে আমরা ভালো পারি। এটাকে নিয়ে যারা নিজের মতো ভেবে ট্রল করছেন, তাদের নিয়ে আমার কিছু বলার নেই। শুধু এতটুকু বলব- না বুঝেই সমালোচনা করছেন।' তিনি আরও বলেন, 'আমরা অনেক বেশি খাটতে পছন্দ করি এবং চ্যালেঞ্জ নিতে পছন্দ করি। আমাদের বাজেট কম থাকে। কিন্তু অল্প কিছু নিয়েই অসাধারণ কিছু দিতে পছন্দ করি। আমি বলব না, এখানে শুধু শিল্পীদের কৃতিত্ব। নির্মাতা, সহশিল্পী, টেকনিক্যাল ক্রুসহ সবারই অবদান থাকে। একটা টিম যখন কোনো স্বপ্টম্ন দেখে, সেখানে সবাইকে পরিশ্রম করতে হয়। সেই জায়গা থেকে সবাই আমরা পরিশ্রমী।'
কাজের বাইরে যতটুকু সময় পান নিজের মতো করে থাকতে পছন্দ করেন মেহজাবীন। অবসরে দেশ ও দেশের বাইরে বেড়াতে পছন্দ করেন তিনি। কিছুদিন আগে দুবাইয়ে ঘুরতে গিয়েছিলেন এই অভিনেত্রী। সেখানে হাত-পা ছেড়ে উড়েছেন আকাশে। সেই ছবিই ১৩ মার্চ সকালে ফেসবুক পেজের মাধ্যমে ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন। প্রস্তুতি নেওয়া থেকে শুরু করে আকাশে উড়ে যাওয়ার কয়েকটি ছবি প্রকাশ করেন মেহজাবীন।
ক্যাপশনে লেখেন, 'জীবন খুব ছোট এবং বিরক্তিতে ভরা। বাঁচুন, ভালোবাসুন, হাসুন এবং উড়তে ভুলবেন না।' মেহজাবীনের কাছে সর্বশেষ প্রশ্ন ছিল ক্যারিয়ারে যুগপূর্তি নিয়ে। এই সময়ে এসে পেছন ফিরে তাকালে কী মনে হয়? 'দেখতে দেখতে কখন যে এক যুগ পার হলো টেরই পাইনি। শুরুতে ভেবেছিলাম মডেলিং করব। পরে মডেলিংয়ের পাশাপাশি অভিনয়ে শতভাগ মনোযোগ দিই। এত দূর আসতে পেরেছি সবার ভালোবাসায়। আমার দর্শক, পরিচালক, সহশিল্পী সবার কাছে কৃতজ্ঞ। একজন শিল্পীর নিজের আসন পাকাপোক্ত করতেই এক দশক লেগে যায়। সেই জায়গা থেকে এখন মনে হচ্ছে আমার যাত্রা শুরু হলো। এ চলার পথের এখনও অনেক বাকি...।'
মন্তব্য করুন