- ফিচার
- বহুমাত্রিক নজরুলের অনালোচিত অধ্যায়ের সন্ধান
বইয়ের ভুবন
বহুমাত্রিক নজরুলের অনালোচিত অধ্যায়ের সন্ধান

লেখক-তপন বাগচী, প্রকাশক-নন্দিতা প্রকাশ, প্রচ্ছদ-রাজিব রায়, মূল্য-২২০ টাকা
বহুমাত্রিক স্রষ্টা, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সৃষ্টিমালা নিয়ে রচিত হয়েছে অজস্র গ্রন্থ। তার বিশাল সাহিত্য ভুবনের অনেক দিকই কম আলোচিত। নজরুল সাহিত্যের এমনই কিছু অনালোচিত অধ্যায় নিয়ে প্রাবন্ধিক তপন বাগচীর প্রবন্ধগ্রন্থ 'নজরুল-সাহিত্যের কমালোচিত প্রসঙ্গ'। রণসংগীত, অগ্রন্থিত নজরুল চর্চা, সাহিত্য ও সাংগীতিক মূল্যায়ন, লোকায়ত চেতনা, অসাম্প্রদায়িক ও সাম্যবাদী নজরুলের গানের কাব্যস্বাদ ও গবেষণার নানা দিক আলাদা সময় ও ভিন্ন প্রেক্ষাপটে রচিত হলেও প্রবন্ধগুলো যেন একই সুরে গাঁথা।
শুরুতে ঘটনার পরম্পরা আবিস্কারে লেখক নিজ তীর্থস্থানে ঘুরপাক খাচ্ছে- এমনটা মনে হলেও তিনি মূলত তুলে ধরতে চেষ্টা করেছেন নজরুল সম্পর্কিত কমালোচিত তাৎপর্যপূর্ণ নানা প্রসঙ্গ।
নজরুল-রচনাবলী ১২ খণ্ডে লিপিবদ্ধ হলেও তার জীবন ও কর্মের অনেক তথ্যই এখনও অনালোচিত; পূর্ণাঙ্গ জীবনীগ্রন্থও রচিত হয়নি। এমন বিষয় তুলে ধরে সাহিত্য-রাজনীতি-সভার সুবাদে বাংলার জনপদে তার বিচরণ প্রসঙ্গে উঠে আসে ফরিদপুর-মাদারীপুরের নানা প্রসঙ্গ। এতে বিপ্লবী পূর্ণচন্দ্র দাস, কাজী মোতাহার হোসেন, কবি জসীম উদ্দীন, সৈয়দ আবদুর রবসহ গুণীজনের সঙ্গে সখ্য এবং 'মোয়াজ্জিন' পত্রিকার জন্মলগ্ন থেকে সম্পর্কের অজানা তথ্য উদ্ধারে সচেষ্ট হয়েছেন লেখক। মুক্তিযুদ্ধের প্রেরণা ও স্বাধীন বাংলার রণসংগীত নজরুলের বিখ্যাত গান 'চল্ চল্ চল্ ঊর্ধ্ব গগনে মাজে বাদল'সহ নজরুল-সাহিত্য প্রকাশে 'মোয়াজ্জিন'-এর দায়িত্বশীল ভূমিকা রয়েছে। পাশাপাশি সারণি আকারে ঐতিহাসিক এ পত্রিকায় প্রকাশিত কবির রচনাবলীর তালিকা দারুণ এক সংযোজন।
বাংলার প্রাচীন ঐতিহ্য যাত্রাগানের সঙ্গে নজরুলের সম্পর্ক ছিল অবিচ্ছেদ্য। পালাকার, গীতিকার, কণ্ঠশিল্পী ও অভিনেতা হিসেবে তার প্রত্যক্ষ ও পরোক্ষ অবদান এবং সম্প্রতি পাওয়া নজরুলের বয়ঃসন্ধিকালে লেটোপালার পূর্ণাঙ্গ লেখ্যরূপ। বিদ্রোহী নজরুল হয়ে ওঠা এবং কারা নির্যাতন ভোগের বীর রসের আখ্যান অভিনয়ের উদ্দেশ্যে রচিত তার 'বিদ্রোহী নজরুল'-এর মাধ্যমে মানুষ নজরুলকে জানতে, দ্রোহ-প্রেরণায় উদ্দীপ্ত হতে এবং একই সঙ্গে বেদনায় আর্দ্র হতে পারে এমন কিছু বিষয়ের অবতারণায় তুলে ধরেন হুবহু সংলাপ; যা পাঠককের আগ্রহ বাড়াবে।
গবেষক আবুল আহসান চৌধুরীর অনুসন্ধান থেকে কাজী মোতাহার হোসেনের সঙ্গে কাজী নজরুল ইসলামের ঘনিষ্ঠ বন্ধুত্বের নানা দিক প্রকাশিত হয়েছে। 'মুসলিম সাহিত্য-সমাজের' বার্ষিক অধিবেশনের বিশেষ অতিথি হিসেবে যোগদানের জন্য নজরুল ঢাকা এসে প্রায় আড়াই মাস মোতাহার হোসেনের বাসায় ছিলেন। নজরুলের সাহচর্য ও সান্নিধ্যে মোতাহার মানসে যে গভীর ছাপ, তার শিল্প ও জীবনের অভিজ্ঞতা ও ধারণা এই অনুসন্ধানের মাধ্যমে আরও স্পষ্ট হয়ে উঠেছে।
আবুল আহসান চৌধুরী নজরুল-সন্ধান পর্ব পাঠককে নতুন সন্ধানের দিকে ধাবিত করবে। গবেষণার মৌলিকত্ব ও স্বাতন্ত্র্য নিয়ে তার 'নজরুলকে লেখা একটি দুষ্প্রাপ্য খোলা চিঠি' গ্রন্থটির মাধ্যমে লেখকের আবুল আহসান চৌধুরীর শ্রেষ্ঠত্ব প্রকাশ করার চেষ্টা অনবদ্য। নজরুল-বিষয়ক গবেষণার অনেক নতুন উপকরণ, সংগ্রহ, সংকলন ও বিশ্নেষণের মাধ্যমে সাহিত্যভান্ডারকে আরও সমৃদ্ধ করার উপকরণও মিলবে- এমনটা লেখক জানান দিলেও এ জন্য গ্রন্থটির গভীরে প্রবেশ করতে হবে।
নজরুলের গান কবিতার মাত্রা অতিক্রম করে সুরের নতুন রাজ্যে নিয়ে যায়। এমন গভীর ব্যঞ্জনাময় চরণের ধারক গানের বই 'বুলবুল'। এর প্রথম খণ্ডে প্রকাশিত গানের তাল ও রাগের সারণি, প্রয়োগবিন্যাস ও বিশ্নেষণ গানের বাণীর সুরযোজনার ন্যায় পাঠকের তৃপ্তি জোগাতে পারে। কাব্যকে নমুনা ধরে লেখকের তুলে ধরা নানা বিশ্নেষণ নজরুল সাহিত্য ও সংগীত প্রতিভার প্রকাশমাত্র।
নজরুলের সৃষ্টিতে লোকায়ত চেতনার ধারা ও লোকজ উপকরণ আবিস্কারের প্রয়াস স্পষ্ট 'নজরুল ও লোকায়ত চেতনা' প্রবন্ধে। ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে মানবিকতার জয়গান গাওয়া নজরুল ছিলেন সাম্যবাদী আদর্শে দীক্ষিত শ্রেণিসচেতন মানুষ। সাম্যবাদী নজরুল হিসেবে লেখকের শিরোনাম যথাযথভাবে তুলে ধরতে সক্ষম হয়েছেন বলেই মনে করি।
মানবিকতার অধ্যায় পেরিয়ে সম্পাদক কবিকে উপস্থাপন করা হয়েছে তার সম্পাদনায় প্রকাশিত 'নবযুগ, ধূমকেতু ও লাঙল'-এর সঙ্গে নিবিড় যুক্ততার মাধ্যমে। সাংবাদিক হিসেবে নজরুলের দেশপ্রেম এবং নির্ভীকতা তুলে ধরা হয়েছে। এ ছাড়া নজরুল ইনস্টিটিউটে প্রকাশিত ঈদসংখ্যা 'বুলেটিন'-এ মননশীল গুরুত্বপূর্ণ দলিলপত্রের সমাহার নিয়ে আলোকপাত রয়েছে শেষাংশে। 'নজরুল আছে/ফুল-পাখি-নদী/খাল-মাঠ-শীষ-শাঁসে।/নজরুল আছে/প্রতি বাঙালির প্রাণময় নিঃশ্বাসে' অনুষ্ঠানের শেষে যেমন সাংস্কৃতিক আয়োজন থাকে, তেমনি গ্রন্থটির পরিশিষ্টে লেখক যুক্ত করেছেন দারুণ কয়েকটি গান। পরিশিষ্টে যুক্ত করা বংশতালিকা ও আলোকচিত্র নজরুলের বংশপরম্পরার ধারণা পাওয়া যায়।
শুরুতে ঘটনার পরম্পরা আবিস্কারে লেখক নিজ তীর্থস্থানে ঘুরপাক খাচ্ছে- এমনটা মনে হলেও তিনি মূলত তুলে ধরতে চেষ্টা করেছেন নজরুল সম্পর্কিত কমালোচিত তাৎপর্যপূর্ণ নানা প্রসঙ্গ।
নজরুল-রচনাবলী ১২ খণ্ডে লিপিবদ্ধ হলেও তার জীবন ও কর্মের অনেক তথ্যই এখনও অনালোচিত; পূর্ণাঙ্গ জীবনীগ্রন্থও রচিত হয়নি। এমন বিষয় তুলে ধরে সাহিত্য-রাজনীতি-সভার সুবাদে বাংলার জনপদে তার বিচরণ প্রসঙ্গে উঠে আসে ফরিদপুর-মাদারীপুরের নানা প্রসঙ্গ। এতে বিপ্লবী পূর্ণচন্দ্র দাস, কাজী মোতাহার হোসেন, কবি জসীম উদ্দীন, সৈয়দ আবদুর রবসহ গুণীজনের সঙ্গে সখ্য এবং 'মোয়াজ্জিন' পত্রিকার জন্মলগ্ন থেকে সম্পর্কের অজানা তথ্য উদ্ধারে সচেষ্ট হয়েছেন লেখক। মুক্তিযুদ্ধের প্রেরণা ও স্বাধীন বাংলার রণসংগীত নজরুলের বিখ্যাত গান 'চল্ চল্ চল্ ঊর্ধ্ব গগনে মাজে বাদল'সহ নজরুল-সাহিত্য প্রকাশে 'মোয়াজ্জিন'-এর দায়িত্বশীল ভূমিকা রয়েছে। পাশাপাশি সারণি আকারে ঐতিহাসিক এ পত্রিকায় প্রকাশিত কবির রচনাবলীর তালিকা দারুণ এক সংযোজন।
বাংলার প্রাচীন ঐতিহ্য যাত্রাগানের সঙ্গে নজরুলের সম্পর্ক ছিল অবিচ্ছেদ্য। পালাকার, গীতিকার, কণ্ঠশিল্পী ও অভিনেতা হিসেবে তার প্রত্যক্ষ ও পরোক্ষ অবদান এবং সম্প্রতি পাওয়া নজরুলের বয়ঃসন্ধিকালে লেটোপালার পূর্ণাঙ্গ লেখ্যরূপ। বিদ্রোহী নজরুল হয়ে ওঠা এবং কারা নির্যাতন ভোগের বীর রসের আখ্যান অভিনয়ের উদ্দেশ্যে রচিত তার 'বিদ্রোহী নজরুল'-এর মাধ্যমে মানুষ নজরুলকে জানতে, দ্রোহ-প্রেরণায় উদ্দীপ্ত হতে এবং একই সঙ্গে বেদনায় আর্দ্র হতে পারে এমন কিছু বিষয়ের অবতারণায় তুলে ধরেন হুবহু সংলাপ; যা পাঠককের আগ্রহ বাড়াবে।
গবেষক আবুল আহসান চৌধুরীর অনুসন্ধান থেকে কাজী মোতাহার হোসেনের সঙ্গে কাজী নজরুল ইসলামের ঘনিষ্ঠ বন্ধুত্বের নানা দিক প্রকাশিত হয়েছে। 'মুসলিম সাহিত্য-সমাজের' বার্ষিক অধিবেশনের বিশেষ অতিথি হিসেবে যোগদানের জন্য নজরুল ঢাকা এসে প্রায় আড়াই মাস মোতাহার হোসেনের বাসায় ছিলেন। নজরুলের সাহচর্য ও সান্নিধ্যে মোতাহার মানসে যে গভীর ছাপ, তার শিল্প ও জীবনের অভিজ্ঞতা ও ধারণা এই অনুসন্ধানের মাধ্যমে আরও স্পষ্ট হয়ে উঠেছে।
আবুল আহসান চৌধুরী নজরুল-সন্ধান পর্ব পাঠককে নতুন সন্ধানের দিকে ধাবিত করবে। গবেষণার মৌলিকত্ব ও স্বাতন্ত্র্য নিয়ে তার 'নজরুলকে লেখা একটি দুষ্প্রাপ্য খোলা চিঠি' গ্রন্থটির মাধ্যমে লেখকের আবুল আহসান চৌধুরীর শ্রেষ্ঠত্ব প্রকাশ করার চেষ্টা অনবদ্য। নজরুল-বিষয়ক গবেষণার অনেক নতুন উপকরণ, সংগ্রহ, সংকলন ও বিশ্নেষণের মাধ্যমে সাহিত্যভান্ডারকে আরও সমৃদ্ধ করার উপকরণও মিলবে- এমনটা লেখক জানান দিলেও এ জন্য গ্রন্থটির গভীরে প্রবেশ করতে হবে।
নজরুলের গান কবিতার মাত্রা অতিক্রম করে সুরের নতুন রাজ্যে নিয়ে যায়। এমন গভীর ব্যঞ্জনাময় চরণের ধারক গানের বই 'বুলবুল'। এর প্রথম খণ্ডে প্রকাশিত গানের তাল ও রাগের সারণি, প্রয়োগবিন্যাস ও বিশ্নেষণ গানের বাণীর সুরযোজনার ন্যায় পাঠকের তৃপ্তি জোগাতে পারে। কাব্যকে নমুনা ধরে লেখকের তুলে ধরা নানা বিশ্নেষণ নজরুল সাহিত্য ও সংগীত প্রতিভার প্রকাশমাত্র।
নজরুলের সৃষ্টিতে লোকায়ত চেতনার ধারা ও লোকজ উপকরণ আবিস্কারের প্রয়াস স্পষ্ট 'নজরুল ও লোকায়ত চেতনা' প্রবন্ধে। ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে মানবিকতার জয়গান গাওয়া নজরুল ছিলেন সাম্যবাদী আদর্শে দীক্ষিত শ্রেণিসচেতন মানুষ। সাম্যবাদী নজরুল হিসেবে লেখকের শিরোনাম যথাযথভাবে তুলে ধরতে সক্ষম হয়েছেন বলেই মনে করি।
মানবিকতার অধ্যায় পেরিয়ে সম্পাদক কবিকে উপস্থাপন করা হয়েছে তার সম্পাদনায় প্রকাশিত 'নবযুগ, ধূমকেতু ও লাঙল'-এর সঙ্গে নিবিড় যুক্ততার মাধ্যমে। সাংবাদিক হিসেবে নজরুলের দেশপ্রেম এবং নির্ভীকতা তুলে ধরা হয়েছে। এ ছাড়া নজরুল ইনস্টিটিউটে প্রকাশিত ঈদসংখ্যা 'বুলেটিন'-এ মননশীল গুরুত্বপূর্ণ দলিলপত্রের সমাহার নিয়ে আলোকপাত রয়েছে শেষাংশে। 'নজরুল আছে/ফুল-পাখি-নদী/খাল-মাঠ-শীষ-শাঁসে।/নজরুল আছে/প্রতি বাঙালির প্রাণময় নিঃশ্বাসে' অনুষ্ঠানের শেষে যেমন সাংস্কৃতিক আয়োজন থাকে, তেমনি গ্রন্থটির পরিশিষ্টে লেখক যুক্ত করেছেন দারুণ কয়েকটি গান। পরিশিষ্টে যুক্ত করা বংশতালিকা ও আলোকচিত্র নজরুলের বংশপরম্পরার ধারণা পাওয়া যায়।
মন্তব্য করুন