ধরি- আমাদের মাঝে নেই কিছু আর,
ব্যবধান জুড়ে শুধু ধোঁয়া নিধুয়ার
মুছে যায় কাটা-পড়া ডানার ডাস্টারে।
মনে করি গাঢ় এল্ফেম্নশিয়ার প্লাস্টারে
ঢাকা আমাদের সব কথা-নীরবতা।
যে ভাষা ভয়েড-বোবা- কী শব্দে ছোঁব তা?
তেমন ভোকাবুলারি হয় নাই জানা,
বোকা স্বভাবের ভুলে খুঁজে যাই যা 'না-
হওয়া'-তে ডুবেছে নামনিশানা না রেখে;
কিছু না-থাকার ম্যাপে চিহ্ন-চার্ট এঁকে
নামি ব্যবধান পাড়ি দেয়ার ভয়েজে।
ঈশ্বরের মতো অনস্তিত্ব ক্ষয়ে যে
অবশেষ শূন্যতার তার আর ট্রাপিজ
ধরে আমি এলে; রেখো না-রাখায়, প্লিজ।

বিষয় : পদাবলি

মন্তব্য করুন