শব্দে ঢেকে যাওয়া শব্দের একান্ত গোলার্ধে যার ঘর
সে দৃষ্টিবিশারদ
হোমারের হুইসেলে মৈত্রী ডুবিয়ে কাঁকড়া কাঁকড়া যুদ্ধ
প্রতিকূল ম্যাজিকের মহামতি মন্ত্র আর
ঘড়িওয়ালার হাতের খুদে রিদমে-
কে দেখেছ বিস্তারিত পার্থক্য?
নিজস্ব ক্লোরোফিলে সবাই ভিন্ন সবুজ
আলিশান হৃদয় নিয়ে
হারিয়ে যাওয়া নির্লিপ্ততার উপশম খুঁজতে গিয়ে
ভেষজ বারুদে কেবলই আটকে যাচ্ছে ইথারের শক্তিশালী খড়ম
প্রায় সমান অন্ধতা নিয়েও দু'রকম পরিচয় দু'চোখের
দীঘির জল সমুদ্রে পৌঁছলেই প্রকা নীল
তবু অতীত এক প্রগাঢ় নিকোটিন; বল্লমে আধা গাঁথা মাছ
ক্ষত ধরে চলে যাওয়া যায় বহুদূর, দ্রষ্টব্যের বাইরে
তাই স্মৃতিজড়তায় ঢেকে যাওয়া শব্দেরা
এঁদো সন্ধ্যায় একেকদিন শুনতে পায়-
জনৈক ঘোড়সওয়ারের ব্যক্তিগত ঘোড়ার
বিশ্রামের আড়ালে লেগে থাকা খুরের প্রচণ্ড শব্দগতি
শোনো ...
সে দৃষ্টিবিশারদ
হোমারের হুইসেলে মৈত্রী ডুবিয়ে কাঁকড়া কাঁকড়া যুদ্ধ
প্রতিকূল ম্যাজিকের মহামতি মন্ত্র আর
ঘড়িওয়ালার হাতের খুদে রিদমে-
কে দেখেছ বিস্তারিত পার্থক্য?
নিজস্ব ক্লোরোফিলে সবাই ভিন্ন সবুজ
আলিশান হৃদয় নিয়ে
হারিয়ে যাওয়া নির্লিপ্ততার উপশম খুঁজতে গিয়ে
ভেষজ বারুদে কেবলই আটকে যাচ্ছে ইথারের শক্তিশালী খড়ম
প্রায় সমান অন্ধতা নিয়েও দু'রকম পরিচয় দু'চোখের
দীঘির জল সমুদ্রে পৌঁছলেই প্রকা নীল
তবু অতীত এক প্রগাঢ় নিকোটিন; বল্লমে আধা গাঁথা মাছ
ক্ষত ধরে চলে যাওয়া যায় বহুদূর, দ্রষ্টব্যের বাইরে
তাই স্মৃতিজড়তায় ঢেকে যাওয়া শব্দেরা
এঁদো সন্ধ্যায় একেকদিন শুনতে পায়-
জনৈক ঘোড়সওয়ারের ব্যক্তিগত ঘোড়ার
বিশ্রামের আড়ালে লেগে থাকা খুরের প্রচণ্ড শব্দগতি
শোনো ...
মন্তব্য করুন