এখনও আঁধারের শরীর ছুঁয়ে মানুষ আঁধারেই ডুবে যেতে চায়।
যে মানুষ হৃদয়ের মাঝে তুলে রাখে আলোর দেহখানি-
সে কিনা অনিবার্যভাবেই আঁধারকে বুকের ভেতরে
কাছে ডেকে নেয়। যেমন পুষে রাখে মা তার সন্তানের মুখ,
তেমনই হাতড়ে চলে সংসারে একাকী জ্যামিতিক চিত্ররেখায়।
দ্রুত পায়ে হেঁটে চলে আঁধারের সিঁড়িতে-
যে সিঁড়ি খইফোটা মুখের চিবানিতে পড়ে থাকে শোকের অক্ষরে।
অতি দ্রুত রংধনু রঙে ভেসে ওঠে প্রিয়ার খোঁপায়।
আলো আর আঁধারের গোপন চুক্তির অনন্ত চলার পথে-
ভাসিয়েছে মানুষ নৌকোয়, সংসারের অলিখিত বিধি আর বিধান।
তবু কিনা মানুষ, মনের ভেতরে পুষে রাখে আলোর আসর-
আর মনে মনে ভাবে, ভুল যেন ফুল হয়ে ফুটে ওঠে হৃদয় কোনায়।

বিষয় : পদাবলি

মন্তব্য করুন